December 24, 2024

মঙ্গলবার বিকেলে ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে এক যুবককে বোমা ও গুলি মেরে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

1 min read

মঙ্গলবার বিকেলে ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে এক যুবককে বোমা ও গুলি মেরে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

মঙ্গলবার বিকেলে ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে এক যুবককে বোমা ও গুলি মেরে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম নাজির হোসেন(৩৬)। খবর পেয়ে ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং এবং আইসি দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিসের টহলদারি চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কোন একটি বিষয়কে নিয়ে নাজির হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নাজির হোসেনের ঝামেলা ছিল। মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ওই যুবকের বাড়িতে চড়াও হয় এবং নাজির হোসেনকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *