October 23, 2024

" বর্তমানের কথা " ই-পোর্টাল নিউজের জেরে প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জনের প্রচারে কালিয়াগঞ্জ পৌরসভা।

1 min read


জয়ন্ত বোস,  বর্তমানের কথা :-   বিভিন্ন ঘটনা প্রসঙ্গে শুধুমাত্র খবর প্রকাশনা করাই একটি নিউজ মিডিয়ার কাজ কিন্তু ” বর্তমানের কথা” ই-পোর্টাল নিউজ বিভিন্ন ঘটনা ঘটে যাওয়া প্রসঙ্গে বাস্তব সত্য খবর দৈনন্দিন প্রকাশিত করে সকলের কাছে পৌঁছে দিচ্ছে তেমনি সমাজের বৃহত্তর স্বার্থে সামাজিক দায়বদ্ধতায় সর্বসাধারণকে সচেতন করতে বদ্ধপরিকর এবং সামাজিক সচেতনতা মূলক সেই প্রচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে এমনকি প্রশাসনের কাছে পৌঁছে দিতে অগ্রনী ভূমিকা পালন করছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এমনি এক প্রচার প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার ও বর্জনের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায় ” বর্তমানের কথা ” গত তিন দিন আগে কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের উদ্দেশ্যে। সেই প্রচারের জেরে কালিয়াগঞ্জ পৌর শহরকে দুষণ মুক্ত করতে ৪০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার ও বর্জনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিল কালিয়াগঞ্জ পৌর প্রশাসন। কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল উদ্দোগ নিয়েছেন প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার ও বর্জনের মধ্যে দিয়ে দুষণ মুক্ত পৌর অঞ্চল গঠন করার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এরই প্রথম পদক্ষেপ হিসেবে এক অভিনব কায়দায় পৌরসভা কতৃক প্রচারের কাজ শুরু করে দিলেন। পায়ে হেঁটে একজন ঢাকি ঢাক বাজাতে বাজাতে বিভিন্ন এলাকা ঘুরে সর্বসাধারণের কাছে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার ও বর্জনের পৌর প্রশাসনের প্রশাসনিক বার্তা  ঘোষণা করে পৌঁছে দিতে শুরু করেছে। এহেন পৌর কর্তৃপক্ষ তথা পৌরপতি কার্তিক পালের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পৌর নাগরিকবৃন্দ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ৪০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি ব্যাগ শুধু নয় , এর সাথে থার্মাকলের তৈরী বিভিন্ন জিনিসপত্র যেভাবে দিনের পর দিন মানুষের ব্যবহার্যে কালিয়াগঞ্জ পৌর শহরে দুষণের মাত্রা ছড়াতে শুরু করেছে সেখানে পৌরসভার এই উদ্যোগ বর্তমানের উন্নয়নমুখী কালিয়াগঞ্জ পৌর শহরকে দুষণের হাত থেকে বাঁচিয়ে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *