October 25, 2024

দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক মেধাবী ছাত্রী

1 min read
রায়গঞ্জ ,৪ই আগস্টঃপড়াশুনায় মেধাবী ২০১৭ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে রায়গঞ্জ উদয়পুর গার্লস উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করছিল পার্বতী। বিদ্যালয় এ ভর্তি হয়  কিন্তু পড়াশুনায় বাঁধা হয়ে দাঁড়ায় তার প্রতিবন্ধকতা।রায়গঞ্জ এর অন্তর্গত ছটপড়ুয়া এলাকার বাসিন্দা পার্বতী মাহাতো। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক মেধাবী ছাত্রী ।  বিদ্যালয়ে অষ্টম শ্রেণির কক্ষ দোতলায় থাকায় তার উঠতে ও নামতে অসুবিধা হওয়ার কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। সূত্র মারফৎ এস.এফ.আই এর কর্মীরা জানতে পারে পার্বতীর এই সমস্যার কথা। খবর পেয়েই শনিবার সকালে এস.এফ.আই এর নেতৃত্বরা পার্বতী এর বাড়িতে ছুটে যায় ও তার পরিবারের সাথে কথা বলে। এবং তাদের সাথে নিয়ে এসে স্কুল কর্তৃপক্ষ এর সাথে কথা বলে তাকে পুনঃরায় স্কুলে বিনামূল্যে নবম শ্রেণিতে ভর্তি করানো হয় এবং স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে পার্বতী এর যেখানে ইচ্ছে সেখানে ক্লাস করার ব্যবস্থা করা হবে। এছাড়াও এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দেয় আগামী দিনে পার্বতীর পড়াশুনার কোনও রকম অসুবিধা যাতে না হয় আমরা সেই বিষয়েও নজড় রাখছি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *