October 25, 2024

উত্তরবঙ্গ চর্চা গ্রন্থটি উত্তরবঙ্গের একটি প্রামাণ্য দলিল

1 min read

তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--উত্তরবঙ্গের সাহিত্য,সংস্কৃতি, শিক্ষা,সমাজ,শিল্পকলা সমৃধ্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক বিপুল মন্ডল কর্তৃক প্রকাশিত উত্তরবঙ্গ চর্চা গ্রন্থটিকে এক কথায় বলে যায় এটি একটি উত্তরবঙ্গের প্রামাণ্য দলিল বলা যায়।স্মরনাতীত কালের ঘটে যাওয়া ঘটনা প্রবাহ অবলম্বন করে অসংখ কাহিনী,জনশ্রুতি উত্তরবঙ্গের এই ধুলায় মিশে আছে।গৌরবময় ইতিহাসের ফেলে আসা দিন ,পরম্পরা, সমৃদ্ধি ও উত্তরবঙ্গের ঐতিহ্যকে বিশ্লেষণ পুনর্গঠনের ভিত্তিতে গড়ে উঠেছে এতদ অঞ্চলের আর্থ সামাজিক,অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতি জীবনের ছবি যা উত্তরবঙ্গের মানুষদের কাছে এই গ্রন্থটি অত্যনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই ধারণা।


উত্তরবঙ্গ চর্চা কৃষক ওগণমুখী আন্দোলন,মুসলিম রাজত্বকালে পীর গাজী দরবেশ,প্রত্নতাত্বিক,দেশভাগ,উদ্বাস্তু পুনর্বাসন বিভিন্ন বিষয়ের সমারোহে গ্রন্থটি সবার কাছেই সমাদৃত হতে বাধ্য তার স্বকীয়তার গুনে।অধ্যাপক বিপুল মন্ডল ২০০৫সালে উত্তর দিনাজপুর্ জেলার কালিয়াগঞ্জ কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন।ইতিমধ্যে ই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পত্র পত্রিকায় তার বিভিন্ন বিষয়ের উপর লিখা প্রকাশিত হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *