December 5, 2024

একটি গান গেয়েই রাতারাতি ভাইরাল পাকিস্তানি যুবক রংমিস্ত্রি !

1 min read

নিউজ ডেক্সঃ   সু-পুরুষ চাওয়ালা ৷ যার নীল চোখে ডুব দিতে মত্ত হয়েছিলেন গোটা দুনিয়া ৷ একটিমাত্র ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই রাতারাতি সেলেব্রিটি হয়ে উঠেছিলেন পাকিস্তানের এক যুবক ৷ আর এবার ইন্টারনেটে ভাইরাল হলেন পাকিস্তানি এক যুবক ৷ 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একটি গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন পাকিস্তানের রঙমিস্ত্রি  যুবক ৷যুবকটি পেশায় রংমিস্ত্রি ৷ নাম আরিফ খান আর কাজের মাঝেই গান গেয়ে চলে সে ৷ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, নিজের কাজে মত্ত আরিফ ৷ আর গলা ছেড়ে গাইছেন, ‘হামারি অধুরি কাহানি’ ।  রেকর্ডিং স্টুডিও ছাড়াই এ সুন্দর তার গলা, যা কিনা তাক লাগাতে বাধ্য ৷


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *