December 5, 2024

রোগী মৃত্যুকে কেন্দ্রকে করে ইসলামপুরের এক বেসরকারী নার্সিং হোমে উত্তেজনা , দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন জেলার বিজেপির সভাপতি শঙ্কর চক্রবর্তী

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেবব্রত চক্রবত্তী ঃ-  ইসলামপুর ঃ- উত্তর  দিনাজপুর জেলার ইসলামপুরের এক
বেসরকারী নার্সিং হোমে উত্তেজনা  রোগী মৃত্যুকে কেন্দ্রকে
এই খবর
ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যদের
পাশাপাশি স্থানীয় লোকেরা নার্সিং হোমে
ভিড় জমায় উত্তেজিত
জনতা চিকিৎসককে মারধর করতে উদ্যত
হলে খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 জানা গিয়েছে, ইসলামপুর
থানার শান্তিনগর এলাকার বাসিন্দা চান্দা
দেবী (৪০) পেটে গল
ব্লাডারের উপশম নিয়ে চিকিৎসক
সাক্ষর সাহা পরামর্শে
অপারেশনের জন্য শহরের একটি
বেসরকারী নার্সিং হোমে বুধবার দুপুর
নাগাদ ভর্তি হয়
বিকাল নাগাদ চিকিৎসক অপারেশন
থিয়েটারে রোগীকে নিয়ে গেলেও
দীর্ঘক্ষণ রোগীর কোনও খবর
না পেয়ে পরিবারের লোকেরা
ওটিতে ঢুকে দেখে রোগী
মারা গিয়েছে  পুলিশ চিকিৎসক সাক্ষর
সাহা বিনয় ভূষণ
বেরাকে উদ্ধার করে নিয়ে
যেতে থাকলে উত্তেজিত জনতা
তাঁদের ছিনিয়ে নিতে চাইলে
পুলিশের সাথে তীব্র ধস্তাধস্তিতে
জড়িয়ে পড়ে চিকিৎসায়
গাফিলতির অভিযোগ এনে উত্তেজিত
জনতা ক্ষোভে ফেটে পড়ে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


মৃতদেহ
উদ্ধারেও পুলিশকে বাঁধা দেয় জনতা পরিস্থিতি
নিয়ন্ত্রণে নামানো হয় রাফ
কমব্যাট ফোর্স সব
মিলিয়ে এদিন রাতে শহরে
রোগী মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনার
সৃষ্টি হয়েছেইসলামপুরের নার্সিং হোমে মৃতা চান্দা দেবীর পরিবারের সদস্যদের
গভীর সমবেদনা জানান উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি শঙ্কর চক্রবর্তী।বিজেপি সভাপতি
শঙ্কর চক্রবর্তী আর ও জানান ইসলামপুর নার্সিং হোমের যে চিকিৎসকের ভুল চিকিৎসার কারনে
চান্দা দেবীর মত অল্প বয়সী মহিলার মৃত্যু ঘটেছে সেই চিকিৎসকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি
হয় তার দাবি জানান শঙ্কারবাবু।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *