December 25, 2024

শিক্ষক দিবসে অনন্য নজির শিক্ষক দম্পতির|

1 min read

শিক্ষক দিবসে অনন্য নজির শিক্ষক দম্পতির|

 প্রবাল সাহা ঃ-     একদিকে আজকের দিনে শিক্ষক দিবস উপলক্ষে যেমন শিক্ষকদের সম্মাননা প্রদর্শন করা হচ্ছে ঠিক অন্যদিকে আজকের এই বিশেষ দিনে এক অনন্য নজির স্থাপন করলো রায়গঞ্জের এক শিক্ষক দম্পতি।

কুসমুন্ডি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার ঘোষ ও তার স্ত্রী ওই স্কুলেরই অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মহাশ্বেতা গুহ মরনোত্তর দেহ দানে অঙ্গীকারবদ্ধ হলেন। শিক্ষক দম্পতি জানান আজকের এই বিশেষ দিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা সমাজকে কিছুটা হলেও সচেতন করবার চেষ্টা করেছেন যাতে করে মৃত্যুর পরবর্তী সময় বিভিন্ন অঙ্গগুলি কারো বেঁচে থাকার সম্বল হয়ে ওঠে বা অনেক সময় ডাক্তারি ছাত্ররা দেহের অভাবে প্র্যাকটিক্যালে যে অসুবিধার সম্মুখীন হয় তার থেকে কিছুটাও যেন রেহাই পায় তার চেষ্টা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *