কালিয়াগঞ্জ মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে চার দলীয় মহিলা কাবাডি খেলায় উত্তর দিনাজপুর চ্যাম্পিয়ন
1 min readকালিয়াগঞ্জ মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে চার দলীয় মহিলা কাবাডি খেলায় উত্তর দিনাজপুর চ্যাম্পিয়ন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২আগস্ট: উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক ও থানা প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জ লক্ষীপুর মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের চার দলীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায উত্তর দিনাজপুর শিলিগুড়ি মহিলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলায় মোট চারটি দল অংশগ্রহন করে।দলগুলি হল শিলিগুড়ি মহিলা কাবাডি দল,শিলিগুড়ি মহিলা রাইসিংকাবাডি দল,মালদা মহিলা কাবাডি দল এবং উত্তর দিনাজপুর জেলা মহিলা কাবাডি দল। কাবাডি খেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা,কালিয়াগঞ্জ থানার আধিকারিক দীপঙ্কর দাস,অমিয় সরকার,শিক্ষিকা মল্লিকা রায়,শিক্ষিকা বাণী সাহা,কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ,কাবাডি কোচ মিঠুন সরকার এবং কার্তিক পাহান। কালিয়াগঞ্জ লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যালয় এই দিন একটি নিয়মিত মহিলা কাবাডি কোচিং ক্যাম্পের উদ্বোধন হয়।