October 25, 2024

নাট্য সিদ্ধান্ত নাট্য সংস্থার নাটক কচি পাতার কান্না

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে নাটক সুব্রত মুখোপাধ্যায় ও দীপঙ্কর করের নির্দেশনায় প্রথম নাটক কচি পাতার কান্না নাট্যমোদি দর্শকদের মধ্যে সারা ফেলে দেয়।নাটকের মূল বিষয়বস্তু প্রকৃতির কাছে মানুষ বড়ই অসহায়।প্রকৃতির কাছ থেকে মানুষ যা পায় তাতে তাদের পরিতৃপ্তি ঘটেনা।প্রকৃতির কাছে তাদের আকাঙ্খা দিনের পর দিন ক্রমাগত বৃদ্ধি পেয়ে থাকে।কিন্তূ প্রকৃতি তার নিয়মের গন্ডির মধ্য ই সীমাবদ্ধ।কচিপাতার কান্না নাটকটিতে বর্তমান সমাজের বাস্তব চিত্রটা ফুটে উঠেছে।অনেক শৈশবের অকাল মৃত্যুর ছবি এই নাটকটিতে ফুটে ওঠায় উপস্থিত নাট্য প্রেমী দর্ষকগনের মন সহজেই জয় করতে সমর্থ হয়।।কালিয়াগঞ্জের নাট্য সিদ্ধান্তে নাটকটি বলা যায় মঞ্চসফল ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে বিদিশা কুন্ডু, শ্রেয়া চ্যাটার্জী, সুতিথি সেন, প্রিয়াঙ্কা দেবশর্মা, রোহিত কর্মকার, অনিশা ভট্টাচার্য্য, কেয়া দাস, কুশল চক্রবর্তী, রূপায়ন চৌধুরী ।নাট্য সিদ্ধান্ত নাট্য সংস্থার নাটকটি দেখবার জন্য নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *