October 23, 2024

রায়গঞ্জের বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ে রোবোটিক ল্যাবে চলছে পড়ুয়াদের প্রশিক্ষণ

1 min read

||রায়গঞ্জের বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ে রোবোটিক ল্যাবে চলছে পড়ুয়াদের প্রশিক্ষণ ||

প্রবাল সাহা ঃ-  রায়গঞ্জ শহরের বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয় শুরু হয়েছে পড়ুয়াদের প্রশিক্ষণের উদ্দেশ্যে রোবোটিক ল্যাব। সেই ল্যাবে চলছে পড়ুয়াদের হাতে-কলমে প্রশিক্ষণ।বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত এ বিষয়ে জানান লকডাউন পরবর্তী সময়ে স্কুল ছুটের সংখ্যা বা পড়ুয়াদের পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয় এই ল্যাব। এখানে পড়ুয়ারা আনন্দদায়ক পরিবেশে বিজ্ঞান প্রশিক্ষণ ও হাতে-কলমে তার প্রয়োগ শিখতে পারছে।

২৬,২৭ ও ২৮ জুলাই এই তিন দিনব্যাপী পার্শ্ববর্তী ছয়টি স্কুল তথা রায়গঞ্জ গার্লস হাই স্কুল, কাশিবাটি উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যাপীঠ, কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়, সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম বিদ্যালয় গুলির থেকে ৫০ জন পড়ুয়াকে নিয়ে চলছে কর্মশালা। উনি আরো জানান এই এই ৫০ জন পড়ুয়া পরবর্তীতে তাদের এই প্রশিক্ষণ সহপাঠীদের সঙ্গে ভাগ করে নেবে ও তারাও এটির ফল পাবে। পরবর্তীতে জেলা ব্যাপী এই কর্মশালা করার পরিকল্পনা রয়েছে। কর্মশালায় বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয় এর শিক্ষকরা ছাড়াও অটল টিংকারিং ল্যাবস এর পক্ষ থেকে একজন প্রশিক্ষক রাখা হয়েছে। রায়গঞ্জের মত শহরে এরম একটি ল্যাব হয় খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *