October 24, 2024

রাধিকাপুর–কলকাতা দিনের ট্রেন সহ তিনদফা দাবি নিয়ে রেল মন্ত্রীর সাথে বৈঠক দীপা, মোহিতের সাথে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি দের

1 min read



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্ত্তী–উত্তরদিনাজপুর-–  মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাথে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃব্দ উত্তরদিনাজপুর জেলার রেল যাত্রীদের স্বার্থে তিন দফা দাবি নিয়ে   রেলমন্ত্রীর সাথে দেখা করলেন দীপা দাসমুন্সি,মোহিত সেনগুপ্ত,জেলা কংগ্রেগ্রেসের সাধারণ সম্পাদক, পবিত্র চন্দ, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু,মার্চেন্ট আসিসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল বন্ধু লাহিড়ী,রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী,জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ ,প্রদেশ কংগ্রেস নেতা সর্বেন্দু বাজাজ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় রেল মন্ত্রীর কাছে আজকের প্ৰতি নিধি দলের পক্ষ থেকে তিন দফা দাবি রেল মন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।রেল মন্ত্রীর কাছে প্রথম দাবিতে বলা হয়েছে কেন উত্তর দিনাজপুর জেলা বাসীর প্ৰতি সন্মান জানিয়ে উত্তর দিনাজপুর হেলা বাসীর জন্য রাধিকাপুর-কলকাতা সকালের একটি ট্রেন দিতে গড়িমসি করা হচ্ছে?তেভাগা লিংক এক্সপ্রেসের সাথে অবিলম্বে জুড়ে দেবার ব্যবস্থা করা হচ্ছেনা?অবিলম্বে জেলা বাসীর স্বার্থে ব্যবস্থা করতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বর্তমানে কলকাতা-রাধিকাপুর গামী ট্রেনের সময়ের পরিবর্তন অবিলম্বে করতে হবে ।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেলপথ নির্মাণের বন্ধ হয়ে থাকা কাজ অবিলম্বে শুরু করতে হবে,রাধিকাপুর থেকে সবসময়ের জন্য সার্টেল ট্রেনের ব্যবস্থা করতে হবে,।এছাড়াও রাযগঞ্জে রেক পয়েন্টের কাজ শুরু করতে হবে। রেলমন্ত্রী পীযুষ গোয়েল সমস্ত দাবী অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন বলে জানা যায়। জানা যায় রেল মন্ত্রীর সাথে এই বৈঠকের পরেও যদি রেল মন্ত্রী উত্তর দিনাজপুর জেলা বাসীর কোন সমস্যার সমাধানে কোন পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে পূজার আগে বড়সড় আন্দোলনে যাবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রতিনিধি জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *