কালিয়াগঞ্জ স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের সংস্কারের কাজ দ্রুত শুরুর সবুজ সংকেত
1 min readকালিয়াগঞ্জ স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের সংস্কারের কাজ দ্রুত শুরুর সবুজ সংকেত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭জুন:অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্মের আচ্ছাদনের কাজ দ্রুত শুরু হচ্ছে বলে রেল সূত্র থেকে জানা যায়।
কালিয়াগঞ্জ রেল স্টেশনের ২নং প্লাট ফর্মের কোন শেড না থাকায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম শুভেন্দু চৌধুরী কে এ ব্যাপারে চিঠি লিখে গুরুত্ব দিয়ে দেখবার জন্য অনুরোধ করেছিলেন।রায় গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান খুব শীগ্রই কালিয়াগঞ্জ রেল স্টেশনের ২ নং প্লাটফর্মের কাজ শুরু হচ্ছে তিনি রেল সূত্রেই জানতে পেরেছেন বলে জানান।জানায় যায়।কালিয়াগঞ্জ রেল স্টেশনের ২নং প্লাটফরম এ ট্রেন ধরতে গেলে যাত্রীদের রোদ বৃষ্টির মধ্যে দাড়িয়ে থেকে ট্রেনে উঠতে হয়।শেড নির্মাণ হবার পর যাত্রীদের কোন সমস্যা থাকবেনা।কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারকে প্রশ্ন করলে তিনি বলেন তার কাছে এখনো এই ধরনের কোন খবর আসেনি বলে জানান।উল্লেখ্য জানা যায় কালিয়াগঞ্জ রেলস্টেশন এর দুই নম্বর প্ল্যাটফর্মের শেড না থাকায় বহু নাগরিকরা যখন সমস্যায় পড়ছেন ঠিক তখন এই সমস্যার কথা অনুধাবন করে কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী বলে পরিচিত তথা জেলা বিজেপির সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র পাল একটি প্রপোজাল রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কে দিয়েছিলেন অবশেষে সেই প্রপোজাল অনুমোদন হওয়ার খুশি সমগ্র কালিয়াগঞ্জ বাসীর সাথে সাথে একদা কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী বলে পরিচিত কার্তিক চন্দ্র পাল ও । এক সাক্ষাৎকারে কার্তিক চন্দ্র পাল বলেন তিনি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কাছে প্রপোজাল দিয়েছেন যে দুই নম্বর প্ল্যাটফর্মের পরিধি আরও বাড়ানোর জন্য। এর কারন একটাই এখন বিভিন্ন ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে অনেক সময় দেখা যায় প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে ট্রেন চলে যায় সে ক্ষেত্রে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হয়। আর তাই এই প্ল্যাটফর্ম এর পরিধি যদি বাড়ে তাহলে আর এই সমস্যা আর থাকবে না ।
PMID 22725705 Review best cialis online
emla cream and priligy tablets Some side effects of tadalafil may occur that usually do not need medical attention
Our web portal imparts most accurate best place to buy cialis online forum
generic cialis 20mg Next erection can return just as hard 10 minutes after ejaculation
Metabolic effects of caffeine in humans lipid oxidation or futile cycling. clomid side effects That being said, before you stop taking any drug you read about on this website, please consult with your doctor first.
what not eat or drink when taking tamoxifen