October 26, 2024

প্রধানমন্ত্রীর নাম মোদী মুখ্যমন্ত্রী মমতা নিমিষেই বলে দিছে এখন মালগাও গ্রামের শিশু শ্রমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- একদিন যার দারিদ্রতার যাতাকলে
আবদ্ধ হয়ে আগামীদিনের স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল আজ তারাই স্বপ্ন  দেখছে আগামীদিনের পথচলার।একদিন যাদের হাতের
তৈরি করা রং বেরং এর কার্পেট যেত রঙিন দুনিযায 
আজ সেই ছোট ছোট পড়ুয়ারা কার্পেট বুনা ছেড়ে বগলে বই খাতা পেনসিল নিয়ে যাচ্ছে
স্কুলে ।

প্রধানমন্ত্রীর নাম মোদী  মুখ্যমন্ত্রী মমতা নিমিষেই বলে দিছে এখন  মালগাও গ্রামের শিশু শ্রমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এমনি চিত্র দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার মালগাও গ্রামের শিশু শ্রমিক
বিদ্যালয় গুলিতে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



আজ উত্সাহের সাথে সেই সব শিশুরা শিখছে যোগ, গুণ্‌,ভাগ তেমনি
শিখছে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নাম ও ।সব মিলিয়ে  মালগাও এর শিশু শ্রমিক স্কুল এলাকার মানুষের
কাছে নয়নের মনিতে পরিণত হয়েছে ।জানা যায় উত্তর দিনাজপুর জেলার মালগাও গ্রাম আজ
শুধুই গ্রামে সীমাবদ্ধ নয গ্রাম শিল্পীদের হাতের তৈরি কার্পেট আজ সারা দুনিয়াতে
।কিন্তু আজ ও মালগাও এর মানুষেরা হতদরিদ্র ।

তবে আগের চেয়ে তাদের কিছুটা উন্নতি
হয়েছে  ।একসময়  নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা বারানোর জন্য
যে সমস্ত পরিবার তাদের সন্তান দের হাতে বই খাতার বদলে তুলে দিয়েছিল কার্পেট বোনার
কাজ আজ তারাই তাদের সন্তান কে  কার্পেট
বোনার কাজ ছাড়িয়ে  বগলে বই খাতা দিয়ে পাঠিয়ে
দিচ্ছে স্কুলে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


আর সেই মিড ডে মিল ও পড়াশুনার মান অত্যন্ত ভালো হওয়ায় আজ সেই ছোট
ছোট শিশুরা ভবিষ্যত গড়ার কাজ করছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


জানা যায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে 1996 সালে মালগাও এ
শিশু শ্রমিক দের জন্য পাঁচ টি স্কুল খোলা হয়েছিল ।যেখানে আজ রয়েছে দুইটি স্কুল
।স্কুলের বাচ্চা দের নিয়ম করে যেমন শেখানো হচ্ছে প্রার্থনা সংগিত তেমন ই পড়াশুনার
ফাঁকে ফাঁকে স্কুলের বাচ্চা দের শেখান হচ্ছে কম্পিউটার সেলাই এর কাজ সহ আরো আনেক
কিছু ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


ফলে বাচ্চারাও ভীষণ খুশি ।এই স্কুলের শিক্ষক সুকুমার দাস ও  মজাম্মেল হক জানালেন মালগাও এর মত প্রত্যন্ত
এলাকায় আজ এই স্কুল হওয়ায় গ্রামের যেমন শিক্ষার পরিবেশ ফিরে এসেছে  তেমন ই এখানকার এখন দেখতে পাছে আগামী দিনের
স্বপ্ন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *