October 26, 2024

মহা সমারোহে কালিয়াগঞ্জে বিশ্বহিন্দু পরিষদের উদ্দ্যেগে জন্মাষ্টমী

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে মহা সমারোহে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে সকাল থেকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।সকাল থেকে  শ্রীকৃষ্ণের জন্ম উৎসবকে কেন্দ্র করে চলে নানান ধরনের সাংষ্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাস্টমিকে কেন্দ্র করে কুইজ চলে বেশ কিছুক্ষণ।
অনুষ্ঠান কেন্দ্র থেকে কাঠফাটা রোদ্রের মধ্যে একটি  শোভা যাত্রা সারা শহর পরি ক্রমা করে পুনরায় নাটমন্দির প্রাঙ্গনে প্রবেশ করে।অনুষ্টানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের প্রান্তর সভাপতি ডঃ প্রকাশ চক্রবর্তী,জগদিন্দ্র নারায়ন সরকার,গৌরহরি চক্রবর্তী,স্বদেশ ঝাঁ চক্রবর্তী,দুলাল কুন্ডু,বিশ্বেশ্বর পোদ্দার,রমেন মহন্ত ও পীযুষ কান্তি বসু। অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের বিশিষ্ট নেতা তথা উত্তরবঙ্গের ধর্মপ্রচারক বিভাগের প্রধান রাজ কুমার ঘোসের  জ্বালাময়ী ভাষণ   সবাইকে মুগ্ধ করে।বক্তব্য শেষে উপস্থিত সবাইকে জন্মাষ্টমীর প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *