October 26, 2024

কালিয়াগঞ্জ ইয়ং এথেলেটিক ক্লাবে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার কাউন্ট ডাউন শুরু

1 min read


তপন চক্রবর্তী–উত্তর দিনাজুর– উত্তর দিনাজপুর জেলার কালিযাগঞ্জের বিগবাজেটের পূজা গুলির অন্যতম পূজা হচ্ছে ইয়ং এথেলেটিক ক্লাবের দুর্গা পূজা।সোম বার সকালে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পূজার মধ্য দিয়ে ইয়ং এথেলেটিক ক্লাবের দুর্গা পূজার কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।পূজা শেষে সবাইকে মিস্টিমুখের মাধ্যমে আপ্যায়ন করা হয়।ইয়ং এথেলেটিক ক্লাবের সম্পাদক সুজিত সরকার এক প্রশ্নের উত্তরে জানান এবার তাদের পূজায় সব কিছুই নতুন আঙ্গিকে করা হবে।আলোয় যেমন পালকো ডিজিটাল দিয়ে নতুনত্ব আনা হবে,তেমনি করে মন্ডপ সজ্জা ও প্রতিমায় থাকবে নতুনত্বের ছাপ।এবারের মন্ডপ সজ্জা হবে বাহুবলি মহেশমতির মন্ডপের আদলে। । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পাদক সুজিত সরকার বলেন উত্তর দিনাজপুর জেলার মধ্যে তাদের পূজা হবে সব দিক দিয়েই একটি আকর্ষণীয় পূজা।সম্পাদক সুজিৎবাবু বলেন বিগত কয়েকবছর ধরেই তাদের পূজা সরকারী ও বেসরকারি ভাবে পুরস্কৃত হয়ে আসছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এবারেও তারা সবাই আশা করছে তাদের ঝুলিতে সরকারি ও বেসরকারি পুরস্কার আসছেই। কালিযাগঞ্জের ইয়ঙ এথেলেটিক ক্লাবের পূজা এবার ২৮তম বর্ষে পদার্পন করলো বলে সুজিত বাবু জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *