October 26, 2024

নির্বাচন কমিশনের নির্দেশে চলো খেলি নাম তুলি এই স্লোগানকে সামনে রেখে ব্লক প্রশাসনের উদ্যোগে অভিনব ৪দলীয় ফুটবল প্রতিযোগীতা

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার রানিংবুলেট ক্লাবের মাঠে নির্বাচন কমিশনের কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে চলো খেলি নাম তুলি এই অভিনব স্লোগানকে সামনে রেখে চার দলীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

অংশগ্রহনকারী চারটি দল হল রাধিকাপুর উচ্চ বিদ্যালয়,মুস্তাফানগর জেবি উচ্চ বিদ্যালয়,কালিয়াগঞ্জ সরলাসুন্দরী উচ্চ বিদ্যালয় ও বাঘন কালিতলা বিদ্যাপীঠ।
কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার ধারা বলেন এই ফুটবল প্রতিযোগীতার মূল উদ্দেশ্য হল চল খেলি নাম তুলি।খেলার মাধ্যমে সবাইকে প্রশাসন জানাতে চায় ১৮বছর বয়স হয়ে গেলে *সচেতন নাগরিকদের ভোটদানের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি নারিকদের প্রধান কর্তব্য। গত১লা সেপ্টেম্বর থেকে ৩১শে একটোবড় পর্যন্ত নাম তোলা,সংশোধন ও বিয়োজনের কাজ চলবে।তাই ১৮বছর বয়স হলেই ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা একজন প্রকৃত নাগরিকের কর্তব্য।এই চার দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুস্তাফানগর উচ্চ বিদ্যালয় ২–১গোলে সরলাসুন্দরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার ধারা ও ব্লকের যুগ্ম বিডিও পরিমল কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *