October 26, 2024

রণং দেহি মনোভাব নিয়ে আজ মাঠ কাপালেন প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা কালিয়াগঞ্জ স্টেডিয়ামে। দর্শক আসনে জেলাশাসক।

1 min read

তন্ময় 
চক্রবত্তী, পিয়া গুপ্তা ঃ-
  ঃ- 
বাঙালির সেরা খেলা ফুটবল সেই খেলার বয়স কখনো যে বাধা হয়ে দাড়ায় না তা আবার প্রমাণ করে দেখিয়ে দিলো সেই আশি নব্বই দশকের খেলোয়াড়রা আজ কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর উৎসব সূচনায় তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় মাঠ কাঁপালেন সেইসব খেলোয়াড়রা

খেলা দেখছেন জেলাশাসক পাশে নর্থ বেঙ্গল স্পোর্ট এন্ড গেমস এর অন্যতম সদস্য অসীম ঘোষ ছবি ঃ- তুফান মহন্ত 
যারা একদিন কাঁপিয়েছিল মাঠ কিন্তু বয়সের ভারে আজ তারা সবাই খেলা ছেড়ে দিয়েছিল, ভেবেছিল তাদের জীবন থেকে হয়তো পায়ে বলের যাদু শেষ হয়ে গিয়েছে 


কিন্তু তরুণ কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় আজ তারা আবারও মাঠে ডাক পেলেন সেই ফুটবল খেলায় 

ফলে যারপরনাই খুশি সেইসব কাল জয়ী মাঠকাঁপানো পুরনো ফুটবল খেলোয়াড়রা ফুটবল নিয়ে দু পায়ের জাদুতে আজও তারা মাঠ কাপালেন অগণিত দর্শকদের সামনে শুধু তাই নয় আজ তাদের খেলা উপভোগ করলেন স্বয়ং উত্তর দিনাজপুর জেলার 
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা কালিয়াগঞ্জের রশিদপুর স্টেডিয়ামে বসে

একদিকে রোদের প্রচন্ড উত্তাপ, অপরদিকে গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ায় মাঠ ছিলো ভেজা ,কোথাও কোথাও ছিল ছিপছিপে জল তবুও কুছ পরোয়া নেহি,বয়স যতই হোক না কেন একটাই প্রচলিত কথা আজও সবার মুখে মুখে  থাকে সব সময় যে পুরনো চাল ভাতে বাড়ে সেই কথাটা আজ অক্ষরে অক্ষরে পালন করলো তারা 

মাঠের  
প্রান্তে থেকে ওপর প্রান্ত 
যেভাবে তারা মাঠ কাপালেন তা দেখলে মনে হবে অল্প বয়সী যুবকদেরও তারা হার মানিয়ে দিবে কালিয়াগঞ্জ সত্তর, আশি, নব্বই দশকে যে সমস্ত ফুটবল খেলোয়াড় দুপায়ের ফুটবলের জাদুতে মাঠ কাঁপতো 
আজ সেই সমস্ত খেলোয়াড়রা 
দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌর উৎসবে তিনদিনব্যাপী নকআউট পর্যায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায়


প্রতিযোগিতা সূচনালগ্নে এদিন সমস্ত খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় এদিন অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এন্ড গেমস এর অন্যতম সদস্য অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর পতি বসন্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার কালিয়াগঞ্জের   টাউন বাবু অতনু চক্রবর্ত্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা এদিন জেলাশাসক অরবিন্দ কুমার  মিনা  বলেন কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা মাধ্যমে একটা নতুন ভাবে নতুন উদ্যমে  কাজ করার বার্তা পৌঁছে  গেল সবার কাছে

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন খেলাধুলা প্রসারের জন্য রাজ্য জুড়ে নানান রকম উদ্যোগ নিচ্ছেন ঠিক তখন কালিয়াগঞ্জ পৌরসভা মুখ্যমন্ত্রীর এই আহ্বানে  সাড়া দিয়ে খেলাধুলার চর্চায় যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার যোগ্য এদিন খেলার শুরুতেই একটি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সাংবাদিক তথা সংগীত শিল্পী তপন চক্রবর্তী তিনি ফুটবল এর ওপরে নিজের স্বরচিত গান দর্শকদের সামনে উপস্থাপনা 
করে প্রশংসা কুড়ান


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


অন্যদিকে নর্থ বেঙ্গল স্পোর্ট এন্ড গেমস এর অন্যতম সদস্য অসীম ঘোষ বলেন উত্তরবঙ্গের খেলাধুলার চর্চায় রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আন্তরিকভাবে এগিয়ে এসে উত্তরবঙ্গ ক্রিয়া পর্ষদ গঠন করেছে আর সেই ক্রিয়া পর্ষদের মধ্য দিয়ে এখন উত্তরবঙ্গ প্রত্যন্ত এলাকায় ছেলেমেয়েদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে যাতে এখানকার ছেলে মেয়েরা আগামীতে রাজ্য জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরার শিরোপা অর্জন করতে পারে এদিন অসীম বাবু আরো বলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি যেভাবে এগিয়ে এসেছে খেলাধুলার চর্চা তাতে আগামী দিনে উত্তরবঙ্গ ক্রিয়াপর্ষদ তার   পাশে  সর্বতোভাবে   থাকবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



এদিন পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন শুধুমাত্র কংক্রিটের পিচের রাস্তার মাধ্যমে একটি জায়গার উন্নয়ন হতে পারেনা একটি জায়গার উন্নয়ন তখনই সম্ভব যখন সেই এলাকার সাংস্কৃতিক চর্চা খেলাধুলার চর্চা এগিয়ে যাবে এদিন তিনি বলেন কালিয়াগঞ্জ স্টেডিয়াম নতুনভাবে নির্মাণ হতে চলছে যার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছেপৌরপতি জানান আজকের খেলার মাধ্যমে কালিয়াগঞ্জ পুরো উৎসবের সূচনা হলো


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *