December 5, 2024

প্রেমে আঘাত পেয়ে সেক্স ডল কে জীবন সঙ্গিনী বানিয়ে ফেললেন জুন।

1 min read
প্রেমে আঘাত পেয়ে সেক্স ডল কে জীবন সঙ্গিনী বানিয়ে ফেললেন জুন।কোরিয়ার যুবক জুন  একদিন একটি  সেক্স ডলে কে এতটাই তার পছন্দ হয়ে গিয়েছিল যে সে তাল নাম রেখেছেন ইভা ৷ ২০১৪ সালে ইভা তাঁর বাড়িতে আসে ৷ আর সেই থেকে ইভাই জুনের জীবন সঙ্গীনী ৷ গল্প হলেও পুরোটা সত্যি, ২৭ বছরের যুবক জুন কোরিয়া ৷ সাউথ কোরিয়া থেকে বেজিংয়ে এসেছেন চাকরীর জন্য৷ বহু বছর ধরেই আছেন এই শহরে ৷ প্রথম প্রথম ছিলেন একাই ৷ কটার পর একটা প্রেম, তারপর আঘাত৷ তাই হঠাৎ জুন ঠিক করে আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না ৷ কিন্তু এই শরীরটা মেয়ে সঙ্গ চায় ! জুন জানালেন, তখনই অর্ডার দিলাম সেক্স ডলের ৷ প্রথম প্রথম শুধু এই সেক্স ডলের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতাম ৷ কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি ৷ এই পুতুলই আমার প্রেমিকা ৷ একে নিয়ে আমি নানা জাগায় ঘুরে বেড়াই৷ একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে স্নানও করি ৷ আমি খুব ভালো আছি ! খুব শান্তি ওকে জড়িয়ে ঘুমোতে !এই আমার আসল জীবন সঙ্গনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *