October 26, 2024

আর প্লাস্টিকের ক্যারি ব্যাগ নয়, ধরুন হাতে এবার চটের থলি রায়গঞ্জের মানুষের কাছে আবেদন করলো রায়গঞ্জ পৌরসভা

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ-  পরিবেশ দূষণের হাত থেকে যখন প্লাস্টিক মুক্ত
ক্যারি ব্যাগ বর্জন করা নিয়ে রাজ্যের বিভিন্ন পৌরসভা হিমশিম খাচ্ছে ঠিক তখন এক
নয়া নজির গড়লো উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ পৌরসভা । এখানে  প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর পরিবর্তে বাজারে
ক্রেতাদের হাতে  দেওয়া হল চটের ব্যাগ যা পেয়ে
খুশি রায়গঞ্জের বিভিন্ন বাজারে বাজার করতে আসা ক্রেতারা । স্বভাবতই পৌরসভার এহনো
উদ্যোগের ভূয়সী প্রশংসা  করলেন তারা ।

উত্তর
দিনাজপুর জেলার প্রত্যন্ত উন্নয়নমুখী শহর রায়গঞ্জ।   যা
জেলার জেলা সদর ও  বটে ।   এখানে
প্রচুর মানুষ বসবাস করেন  অথচ এখনো  অনেকের মধ্যেই 
সচেতনতা  বড়ই অভাব দেখা যায় ।
বিভিন্ন ক্ষেত্রে  সমাজের অনেক গণ্যমান্য
মানুষরা রয়েছেন  এখানে  যাদের দেখা যায়  পরিবেশ দূষণ প্রতিরোধে বিভিন্ন মঞ্চে  নানান সময় 
বিভিন্ন ধরনের  বুলি আওড়াতে  অথচ তাদের  বেশি ভাগ ক্ষেত্রেই  দেখা যায় সেই ভুলগুলি করতে   সবার চোখের আড়ালে।

  যেমন 
খালি হাতে  দোকানে চলে যান  বাজারে বাজার করতে  বিক্রেতার উপর ভরসা করে  কারণ 
তাদের একটা কথা জানা 
বিক্রেতাদের  কাছে  জিনিস বিক্রি 
করলেই  বিক্রেতা  তাদের 
একটি ক্যারি ব্যাগ দিয়ে দিবে  আর
তখনই  ক্রেতার  কেল্লাফতে।   বাড়ি থেকে 
বাজারের ব্যাগ না নিয়ে  আসে  তারা পেয়ে যাচ্ছে  প্লাস্টিকের ক্যারি ব্যাগ।  তারা হয়তো জানে এই ক্যারি ব্যাগ পরিবেশ  দূষণ এর পক্ষে কতটা ক্ষতিকর। তাও  না জানার ভান করে থাকে তারা । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অথচ মঞ্চে উঠে
সেইসব গণ্যমান্য মানুষরাই আবার এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর বিরুদ্ধে   নানান
ধরনের চিৎকার করেন । এবার সেইদিন শেষ হতে চলছে কারণ রায়গঞ্জ পৌরসভা  বাজারে পৌঁছে গেছে এবার চটের  থলি 
নিয়ে । প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর পরিবর্তে চটের  থলি    ক্রেতাদের হাতে  দিতে শুধুমাত্র পরিবেশ দূষণের হাত থেকে শহরকে
বাঁচানোর তাগিদে ।তাই
চব্বিশ ঘন্টা এবার  রায়গঞ্জের সব বাজারে নজর রাখছে পৌরসভা । শুধু
তাই নয় পরিবেশ দূষণের হাত থেকে এবার রাজ্যে নয়া নজির গড়লো রায়গঞ্জ পৌরসভা চটের
থলি ক্রেতাদের দিয়ে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 খোদ রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস এবার স্কুলের
ছাত্র ছাত্রী ও এন সিসি ছেলে মেয়েদের নিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর পরিবর্তে
চটের ব্যাগ নিয়ে পৌঁছে গেল ক্রেতাদের হাতে হাতে  দিতে আর সেই সমস্ত ক্রেতাদের কাছে ছাত্রছাত্রীরা
আবেদন জানাল প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জন করুন হাতে ধরুন চটের থলি নাহলে এটা
আগামী প্রজন্মের কাছে ভয়াবহ বিপদ ডেকে আনবে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এরপর সমস্ত ক্রেতারাই হতচকিত হয়ে বাজারেই
 আশ্বাস দেন, না আর এমন কোন কাজ করব না
আমরা যেটাতে শহরের পরিবেশ দূষণ হয় ।  এখন
থেকে পৌরসভার দেওয়া চটের ব্যাগ নিয়েই বাজার করব ।এদিকে রায়গঞ্জ পৌরসভা উদ্যোগে
খুশি রায়গঞ্জের সাধারণ মানুষ ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তারা জানান রায়গঞ্জ শহর থেকে প্লাস্টিকের ক্যারি
ব্যাগ বর্জন করতে পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই দারুণ ।এই   ধরনের উদ্যোগ
বা তৎপরতা আগে কোনদিন দেখা যায়নি। তারা জানান রায়গঞ্জ পৌরসভা ইতিমধ্যে পৌর
এলাকায় একের পর এক সব জনমুখী প্রকল্প গ্রহণ করায় ইতিমধ্যে মানুষের মধ্যে পৌঁছে
গেছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এদিকে  রায়গঞ্জ পৌরসভার পৌরপতি
সন্দীপ বিশ্বাস জানান প্লাস্টিকের ক্যারি ব্যাগ এর হাত থেকে শহরকে বাঁচাতে পৌরসভা
অভিনব উদ্যোগ গ্রহণ করেছে চটের থলি দিয়ে।  তিনি মনে করেন প্লাস্টিকের ক্যারি ব্যাগের  বিরুদ্ধে অভিযান ও ক্রেতা ও বিক্রেতাদের জরিমানা
করলেই সবকিছু রাতারাতি পরিবর্তন হয়ে যায় না দরকার সমাজের সকল শ্রেণীর নাগরিকদের
মধ্যে সামাজিক সচেতনতা তাহলে সবকিছু অসম্ভবকে সম্ভব করা যাবে ।তাই তারা রায়গঞ্জের
ব্যবসায়ী সমিতির সহযোগিতা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের সহযোগিতা নিয়ে এই উদ্যোগ
শুরু করে দিয়েছেন ।তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়
এবং পৌরসভার কমিশনারদের  সহযোগিতায় এই
অসম্ভব কাজ সম্ভব হচ্ছে। পৌরপতির আশা ,  শিক্ষিত
নাগরিক সমাজ আগামী দিনে শহরকে বাঁচাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জন  করে  দৃষ্টান্ত স্থাপন করবেন।  উল্লেখ্য রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে
রায়গঞ্জের  বিভিন্ন বাজারে বাজারে বেশ
কয়েকদিন ধরে ক্রেতাদের কাছ থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে তার পরিবর্তে
তাদের হাতে চটের থলি ধরিয়ে দিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *