October 26, 2024

আগামী দিনে উন্নয়নের বার্তা দিতে তৃণমূলের সতেরো জন খেলোয়াড় কালিয়াগঞ্জ এ মাঠে নেমে গেলেন

1 min read

আগামী দিনে উন্নয়নের বার্তা দিতে তৃণমূলের সতেরো জন খেলোয়াড় কালিয়াগঞ্জ এ মাঠে নেমে গেলেন

তনময় চক্রবর্তী আগামী দিনে উন্নয়নের বার্তা দিতে তৃণমূলের সতেরো জন খেলোয়াড় এবার মাঠে নেমে গেলেন পৌর নির্বাচনে আমনে সামনে খেলতে কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে।বেশ কয়েকদিন ধরে চলা উৎকণ্ঠার অবসান হলো আজ ।সারা রাজ্যে বিভিন্ন পৌরসভার সাথে তাল মিলিয়ে আজ প্রকাশিত হলো কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা।যেখানে দেখা যায় পুরনো অনেক কাউন্সিলররা যেমন টিকিট পেয়েছেন তেমন ই দেখা যায় কালিয়াগঞ্জ পৌর সভার দীর্ঘ দিনের কমিশনার বসন্ত রায় এবার টিকিট পান নি।তার জায়গায় টিকিট পেয়েছে নতুন মুখ রাজেশ গুপ্তা।পাশাপাশি এবার পার্থী তালিকায় বিশেষ চমক পবির মহাপাত্রের টিকিট না পাওয়া।

গত কয়েকদিন যাবত যিনি নিজেকে সমাজসেবী বলে শহরের ৮ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বলে।কিন্তু অবশেষে সেই ওয়ার্ড এ তৃণমূলের টিকিট পেয়ে শেষ হাসি হাসলেন তৃণমূল নেতা তথা পৌর প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ।

অন্যদিকে ১০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট পেয়ে গেলেন কালিয়াগঞ্জ পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক শচীন সিংহ রায়। অপরদিকে কালিয়াগঞ্জ এর ১২ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পেলেন তৃণমূলের সহ-সভাপতি সুজিত সরকার। উল্লেখ্য এবারের এই সতের জন খেলোয়াড়দের মধ্যে শচীন সিংহ রায়, কমল ঘোষ, ঈশ্বর রজক, বীথিকা দেবগুপ্ত পুরনো দিনের কাউন্সিলর ছিলেন। এছাড়া আর যাদেরকে টিকিট দেওয়া হলো তারা সবাই নতুন মুখ।

এবার দেখে নেয়া যাক কোন ওয়ার্ডে কে প্রার্থী হয়েছেন তৃণমূলের।১ নম্বর ওয়ার্ড সোমা চৌধুরী দেব ,২ নম্বর ওয়ার্ড রথীন্দ্রনাথ গুহ, ৩ নম্বর ওয়ার্ড শিখা নায়েক, ৪ নম্বর ওয়ার্ড মনোজ সরকার, ৫নম্বর ওয়ার্ড বিধান সাহা, ৬ নম্বর ওয়ার্ড জয়া বর্মন দেব শর্মা, ৭ নম্বর ওয়ার্ড বিথীকা দেবগুপ্ত রায়চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড কমল ঘোষ, ৯ নম্বর ওয়ার্ড বিশ্বজিৎ কুণ্ডু, ১০ নম্বর ওয়ার্ড শচীন সিংহ রায়, ১১ নম্বর ওয়ার্ড ভারতী মোদক, ১২ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পেলেন তৃণমূলের সহ-সভাপতি সুজিত সরকার ১৩ নম্বর ওয়ার্ড ঈশ্বর রজক, ১৪ নম্বর ওয়ার্ড শম্পা কুন্ডু, ১৫ নম্বর ওয়ার্ড রাম নিবাস সাহা, ১৬ নম্বর ওয়ার্ড অনিমেষ সেনগুপ্ত, ১৭ নম্বর ওয়ার্ড রাজেশ গুপ্তা।উল্লেখ্য তৃণমূলের ১৭  জন খেলোয়াড় এখন মাঠে নামার অপেক্ষায়। তবে প্রতিপক্ষে কারা থাকবে তাদের নাম এখনো ঘোষণা না হওয়ায় এখন অপেক্ষার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *