October 25, 2024

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে কথায় কথায় সিবিআই চাইলেও এখন দাড়ি ভিট কাণ্ডে সিবিআই চাইলেন না কেন মমতার প্রতি প্রশ্ন দীপা দাশমুন্সির ?

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ
উত্তর  দিনাজপুর ঃ-  দাড়ি বিট কাণ্ডে  দুই ছাত্রের মৃত্যু নিয়ে যেভাবে ধর্মের নামে
বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চালাছে কিছু 
রাজনৈতিক দল  তার তীব্র ধিক্কার
জানালেন প্রদেশ কংগ্রেস এর নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি
আজ আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর  নিজস্ব বাসভবনে এক সাক্ষাৎকারে একথা বলেন ।  তিনি    । 


 তিনি বলেন দাড়ি বিট কান্ড নিয়ে যা হচ্ছে তাতে
ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে । কারণ এখানে কিছু রাজনীতি দল এই মৃত্যু নিয়ে
রাজনৈতিক ফায়দা তুলতে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে ।  এটা ঠিক না মৃত্যু নিয়ে রাজনীতি করা।

 তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল সিবিআই তদন্ত
করার ব্যাপারে ছাড়পত্র দেওয়া তা না করে রাজ্য সরকার   সিআইডি তদন্তের নির্দেশ দিলেন।  দীপা দাশমুন্সি  বলেন কিসের এত ভয় মুখ্যমন্ত্রীর।  মুখ্যমন্ত্রী তো আগে কথায় কথায় সিবিআই তদন্ত
চাইতেন এখন কেন চাইছেন না তিনি ?  তিনি
বলেন এর থেকে একটা সন্দেহ থেকেই যায় যে সঠিক তদন্ত হলে আসল রহস্য টা বের হয়ে
যাবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি  বলেন যেভাবে দুই ছাত্র তাপস  ও রাজেশের পেটে গুলি লেগেছিল তাতে একটা কথা
পরিষ্কার যে সে দিন গুলি চলেছিল।  কে  গুলি করল তাহলে ?  যদি পুলিশ গুলি না চালিয়ে থাকে তাহলে কে সে দিন
গুলি চালিয়েছিলো।  সেই দুষ্কৃতীকে এখনো
অব্দি জেলা পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কেনো ?  রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে । নিহত পরিবারের
সদস্যদের দাবি অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে আর এটা তাদের সঠিক দাবি । আমরাও
তাদের সাথে একমত । তবে সুপ্রিম কোর্ট এখন এ ব্যাপারে কি রায় দেয় সে দিকেই
তাকিয়ে আছে জনগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *