October 25, 2024

শারদীয়া পূজার প্রাক্কালে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে রায়গঞ্জ মুক্তির কান্ডারীর অভিনব প্রয়াস

1 min read
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর বাঙালির শ্রেষ্ঠ উৎসব -শারদীয়া পূজার প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মুক্তির কান্ডারী একহাজার জন শিশু কিশোর ও তিনশো জন বৃদ্ধ বৃদ্ধদের মুখে হাসি ফোটাল নুতন বস্ত্র দান করে।এই অনুষ্ঠানে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও ৩০জন কচিকাঁচাদের নুতন জামা প্রদান করা হয়।
রায়গঞ্জ মুক্তির কান্ডারী সংস্থার কর্নধার কৌশিক ভট্টাচার্য্য এই খবর দেন।অপরদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও ৩০জন দুস্থ কচিকাঁচাদের হাতে নুতন বস্ত্র তুকে দেওয়া হয় বলে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ও সি পিনাকী সরকার জানান।

পিনাকী বাবু বলেন আমরা যদি সবাই কিছুকিছু করে এইভাবে  পূজার সময় দুস্থদের নতুন বস্ত্র তুলে দিতে পারি তাহলে আমরা সবাই একসাথে পূজার আনন্দে সামিল হতে পারি।

শনিবার রায়গঞ্জের পথশিশু সহ বৃদ্ধ বৃদ্ধাদের এই ভাবে বস্ত্র দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত সরকার,কৌশিক ভট্টাচার্য্য ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পুলিশ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন প্রচুর সংখক সাধারণ মানুষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *