October 25, 2024

কালিয়াগঞ্জ থানার দুর্গাপূজায় মূল আকর্ষণ কুমারী পূজা

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার দুর্গাপূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা। মহা অষ্টমীর দিন দুপুরে অষ্টমীর পূজা শেষে কুমারী পূজাকে কেন্দ্র করে থানা প্রাঙ্গনে সাজ সাজ পরে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কুমারী পুজার জন্য কুমারীকে সাজিয়ে গুঁজিয়ে কিশলয় নার্সারী স্কুলের প্ৰথম শ্রেণীর ছাত্রী  মধুশ্রী চক্রবর্তীকে তার   শ্রীকলোনীর বাড়ী থেকে  আনবার জন্য কালিযাগঞ্জ থানা থেকে শিশু মধুশ্রী চক্রবর্তীর বাড়িতে গাড়ি পৌঁছে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মা তার শিশু মধুশ্রীকে নিয়ে   রীতিমত ভি ভি আই পির মর্যাদায় গাড়ি করে মন্দির প্রাঙ্গনে এলে তাকে প্রথমেই কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় গাড়ি থেকে কোলে করে মন্দির প্রাঙ্গনে নির্দিষ্ট স্থানে বসিয়ে তার পাধুয়ে দেন।এর পর মন্দিরের পুরোহিত  কুমারী পুজার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহ যোগে এর পর শুরু হয়ে যায় কুমারী পুজা।কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্তী বলেন বিগত তিন বছর ধরে থানা প্রাঙ্গনে এই পূজা হয়ে  আসছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পরিবারের সবাই এই পূজাকে ঘিরে আনন্দে পুজার কদিন মেতে থাকে।মহা অষ্টমীর পূজা শেষে চলে থানার পরিবারদের সাথে কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের নিয়ে  কব্জি ডুবিয়ে প্রসাদ খাবার আয়োজন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *