October 25, 2024

আবার দূর্গা পূজা শুরু

1 min read

     
তন্ময় চক্রবত্তী ঃ-  দূর্গা পূজা শেষ হয়ে গেলেও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের খাদিমপুর বাসীদের কাছে কিন্তু দুর্গাপূজা পিছু ছাড়ছে না  তাই দুর্গাপূজার শেষ হওয়ার দিন দশমীর দিন থেকে অর্থাৎ গতকাল রাত থেকে আবার দুর্গাপূজা শুরু হয় এখানে আর পাঁচজন বাঙালিরা বছরের প্রথম থেকে যখন সাধারণ দুর্গাপুজোর দিকে চেয়ে থাকে প্রতীক্ষায় তখন  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের খাদিম পুর এর বাসিন্দারা দূর্গা পূজার পরে তাদের গ্রামে অনুষ্ঠিত এই মা বলাই চন্ডী দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই পুজোর বৈশিষ্ট্য হলো প্রতিবছরই দশমীর দিন রাতে যখন আর পাঁচটা জায়গায় দেবীর বিসর্জন হয় ঠিক তখন এখানে দেবীর বোধন শুরু হয় সারারাত ব্যাপী চলে পূজা এখানে দূর্গা পূজো এখানে  হয়  সমস্ত আচার মেনে  পুজো অনুষ্ঠিত হয়  পুজোর চার দিন সমস্ত গ্রামে চলে নিরামিষ রান্না ঘরে ঘরে নিজেদের মঙ্গল কামনার জন্য   পুজো কমিটির এক উদ্যোক্তা জানান দেবী মূর্তি এখানে < /span>পূজিত হয় দেবী চন্ডী হিসেবে  থাকেনা মহিষ অসুর পুজোর চার দিন এখানে আসে বহু মানুষ এই পুজো দেখতে পুজো প্রাঙ্গণে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান এই পুজোর বয়স আনুমানিক ৫০০ বছরের উপর



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *