October 23, 2024

ঠাকুর জলে পড়লে যাদের পুজোর আনন্দ শুরু

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবত্তী ঃ-  জলে পড়া মা দুর্গার বিভিন্ন কাঠামো তুলে তাতেই  মৃৎশিল্প
পাড়ায়
শুরু
হয়ে
গেল
কালী
প্রতিমা
তৈরির
কাজ দুর্গার সঙ্গে বিভিন্ন সাইজের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কাঠামোতেও ইতিমধ্যে পড়েছে মাটির প্রলেপ, যেখানে ধীরে ধীরে শক্তিদায়িনী মায়ের রূপ ফুটে উঠবে উত্তর দিনাজপুর জেলার  বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেল, সেখানে নানান জায়গায় বিজয়া দশমীর পর নিরঞ্জন হওয়া প্রতিমার কাঠামো স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে কোথাও
দেখা
গেল,
নিরঞ্জন
হওয়া
প্রতিমার
কাঠামো
থেকে
খড়
খুলে
ফেলা
হচ্ছে সেই কাঠামোয় কালীমূর্তির আদলে দড়ি দিয়ে খড় বাঁধার কাজ চলছে দ্রুতগতিতে কথা
হচ্ছিল
কিছু
মৃৎশিল্পীর
ঘরে
কর্মরত
কয়েকজন
কর্মচারীর
সঙ্গে তাঁরা বললেন, লক্ষ্মী এবং সরস্বতীর কাঠামোতে কালী প্রতিমা তৈরি করতে সমস্যা হয় না

কিন্তু
গণেশ
এবং
কার্তিকের
কাঠামোতে
কিছুটা
অসুবিধা
হয় কিন্তু আমরা দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত থাকার সুবাদে কিছুটা মেকআপ দিয়ে চেষ্টা করি কালী প্রতিমার চেহারা দেওয়ার আর
দুর্গার
কাঠামো
থেকে
তৈরি
হয়
বড়সড়
কালী
প্রতিমা তবে সবের পাশাপাশি নতুন করে বাঁশ এবং কাঠ দিয়ে কালীমূর্তি তৈরির জন্য কাঠামো বাঁধার কাজও চোখে পড়ল আর
কিছু
কিছু
মৃৎশিল্পীর
ঘরে
গিয়ে
দেখা
যায়,
সেখানে
পঞ্চমীর
অনেক
আগে
থেকেই
শুরু
হয়ে
গিয়েছে
বায়না
করা
নানা
সাইজের
কালী
প্রতিমা
তৈরির
কাজ সেই কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়েও গিয়েছে সব
মিলিয়ে
কালীপুজো
যত
এগিয়ে
আসছে,
মৃৎশিল্প
পাড়ায়
ফের
ব্যস্ততাও
বাড়ছে


উত্তর
দিনাজপুর জেলার   বিভিন্ন ঘাটে বিজয়া
দশমী
এবং
তার
পরের
কয়েকদিন
ধরে
প্রচুর
সংখ্যক
প্রতিমা
নিরঞ্জন
হয় সেখানে পুরসভার উদ্যোগে প্রতিমার কাঠামো তুলে ফেলা হয় দ্রুত পুরসভার
পাশাপাশি
কাঠামো
বিক্রির
কাজে
যুক্ত
থাকা
কিছু
যুবকও
সেই
কাজে
হাত
লাগান তাঁরা জল থেকে কাঠামো তুলে তা ভ্যান, ম্যাটাডোর অথবা অন্য কোনও যানবাহনে চাপিয়ে তা বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের ডেরায় বিক্রি করেন এই
পেশার
সঙ্গে
যুক্ত
বিভিন্ন
বয়সি
কিছু
মানুষের
সঙ্গে
এনিয়ে
কথা
হচ্ছিল তারা জানালেন, দশমীর পর দিন ধরে দুর্গা প্রতিমার কাঠামো তোলার কাজে ব্যস্ত ছিলাম বুধবার
মিটে
গিয়েছে
লক্ষ্মী
পুজো এবার সেই প্রতিমা জলে পড়বে ফলে
এখন
দিন
নাওয়া
খাওয়ার
আর
কোনও
সময়ই
নেই সকাল, বিকেল জলেই কাটিয়ে দিতে হবে কারণ
কাঠামো
যে
যত
বেশি
তুলবেন,
তাঁদের
আয়
তত
বেশি
হবে ফলে এখন তো আর বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না


জানালেন,
অনেক
দিন
ধরেই
তাঁরা
এই
পেশার
সঙ্গে
যুক্ত
আছেন কাঠামো পিছু কত দাম পাওয়া যায়? যুবকরা বললেন, বড় প্রতিমা হলে এক দাম, আবার ছোট প্রতিমা হলে আরেক দাম তবে
দুর্গার
কাঠামো
বিক্রি
হয়ে
থাকে
এক,
দেড়
হাজার
টাকাতেও আর একচালার দুর্গা প্রতিমার কাঠামো বিক্রি হয় চার থেকে পাঁচশো টাকাতেও আর
লক্ষ্মী,
সরস্বতী,
গণেশ,
কার্তিকের
কাঠামো
বিক্রি
হয়ে
থাকে
দুশো
থেকে
তিনশো
টাকায় স্থানীয় বিভিন্ন পাল
পাড়ায়
আমরা
এইসব
কাঠামো  বিক্রি করি কথা
প্রসঙ্গে
ওই
যুবকরা
বলেন,
পেট
বড়
বালাই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি কোনও
কিছু
তোয়াক্কা
না
করে
জল
থেকে
প্রতিমার
কাঠামো
তুলে
তা
বিক্রি
করাটাকেই
পেশা
হিসেবে
বেছে
নিয়েছি আর অন্য সময়টা টুকটাক কাজ করে থাকি  এই কাঠামো তৈরির টাকাতেই ফি বছর বাড়ির লোকজনের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে যাই বাড়ির
লোকেদের
আনন্দেই
আমাদের
আনন্দ ওই যুবকের কথায়, আমাদের পুজোর আনন্দ শুরু হয় ঠাকুর জলে পড়লে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “ঠাকুর জলে পড়লে যাদের পুজোর আনন্দ শুরু

  1. Cialis stays in your system for longer than other ED medications, so you can have sex when you want with no waiting for a pill to kick in cialis generic buy Obesity Having cardiovascular diseases Smoking Too sedentary lifestyle High cholesterol Aging

  2. VIAGRA should not be used with REVATIO or with other PAH treatments containing sildenafil or any other PDE5 inhibitors such as Adcirca tadalafil safe cialis online Pulmonary arterial hypertension can develop on its own or with other cardiovascular diseases, such as left heart disease LHD , sickle cell disease SCD and its variants, chronic obstructive pulmonary disease COPD and conditions such as pulmonary embolism PE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *