October 24, 2024

কালিয়াগঞ্জ শহরে চাঁদার জুলমের শিকার টোটো চালক,পুলিশ নিষ্ক্রিয় অভিযোগ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তীকালিয়াগঞ্জউত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ইতিমধ্যেই কালি পুজার চাঁদার জুলুমে 
ছোটো থেকে বড় 
সর্বস্তরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেশুধু আতঙ্কিতই নয় চাঁদা পরে দেবার কথা বলার সাথে সাথেই একজন টোটো চালকের একটি কান ফাটিয়ে দিল কালি পূজা কমিটির চাঁদা বাহীনীর সদস্যরা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঘটনার 
সূত্রপাত, শহরের মারোযারি পট্টি দিয়ে মাজিদুর 
রহমান নামে একজন টোটো চালক শহরের বিবেকানন্দ মোড়ে আসার পথে তাকে মারওয়ারী পট্টির মিলন সংঘের চান্দা আদায়কারীরা চান্দা দেবার জন্য বললে চালক মাজিদুর রহমান বলেন ফেরার পথে অবশ্যই চাঁদা দিয়ে দেবকিন্তু মায়ের দামাল ভক্তগন তা মানতে কোন ভাবেই রাজি নয়মাজিদুর রহমান চাঁদা পরে দেবার কথা 
বলায় চাঁদা আদায়কারীরা চালক মাজিদুর রহমানকে এমনই উত্তম মধ্যম দিল যার ফলে তার একটি কান ফেটে যায়এই বর্বরোচিত ঘটনার খবর পেয়ে বেশ কিছু তত চালক মাজিদুরকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসককে মাজিদুরের কানে ৫টি সেলাই করতে হয়এর পর টোটো চালকরা একত্রিত হয়ে থানায় গিয়ে সমস্ত ঘটনা জানানোর পর একটি লিখিত অভিযোগ মিলন সংঘের চাঁদা আদায় কারীদের বিরুদ্ধে দায়ের করে বলে টোটো চালকরা জানানপুলিশ অভিযোগ পেয়ে মিলন সংঘে গেলেও থানা থেকে কোন পদক্ষেপ না নেবার কারনে পুলিশের কাজ কর্মে টোটো চালকরা ক্ষুব্ধ বলে জানা যায়তবে পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি যে ভাবে চাঁদা আদায়ের নামে ঘটানো হয়েছে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে জোর তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা যায়এই ঘটনায় কালিয়াগঞ্জের মত একটি শান্তি প্রিয় শহরকে চাঁদা আদায়ের নামে কেও অশান্ত করে তুলবে
তা
শহরের শান্তি প্রিয় নাগরিকরা কোন ভাবেই মেনে নেবেনা বলে বেশ 
কিছু মানুষ জানিয়েছেন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *