October 25, 2024

খেলাধুলার প্রসারে কালিয়াগঞ্জ পৌরসভা নতুন নজির গড়লো

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–দুইদিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতায় রবিবার চ্যাম্পিয়ান হল শিবানন্দ কর্মকার আয়ূশ রায় জুটি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় শিবানন্দ কর্মকার ও আয়ুস রায় ২১-১৫, ১৮-২১ ও ২১-১৬ পয়েন্টসে দেবাশিস ঘোষ ও শুভদীপ কর্মকারকে পরাজিত করে।কালিয়াগঞ্জ পৌর সভার ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহনডএ করেন।কালিয়াগঞ্জ পৌর সভারড চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বিজয়ীদের হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে বলেন পৌর সভার পক্ষ থেকে ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতায় জয়ীদের হাতে আগামী ১৮ই নভেম্বর মূল পুরস্কার তুলে দেওয়া হবে।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন পৌর সভার পক্ষ থেকে অস্থায়ী ভাবে এবার ইনডোর  স্টেডিয়ামে খেলা হলেও আগামী বছরের মধ্যেই পৌরসভার পক্ষ থেকে স্থায়ী ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে কালিয়াগঞ্জে খেলাধুলার উন্নয়নের স্বার্থেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ব্যাডমিন্টন খেলা দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।সাধারণ পৌর নাগরিকরা জানায় কালিয়াগঞ্জ পৌর সভার বিগত কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের আমলে কালিয়াগঞ্জ শহরের যুবকদের মধ্যে খেলাধুলার প্রসারের স্বার্থে কোনদিন কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বর্তমান পৌর বোর্ড যে গুরুত্ব দিয়ে প্রতিযোগিতামূলক  ফুটবল ভলিবল ও নুতন করে ব্যাডমিন্টন খেলা শুরু করেছে তা সত্যিই কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যানের অভিনব প্রয়াস বলতেই হবে।এর ফলে কালিয়াগঞ্জ শহরে খেলা ধুলার প্রসার অনেকটাই ঘটবে বলে সাধারণ মানুষ মনে করে কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের কর্মকাণ্ডের সাথে।আজকের ব্যাডমিন্টন খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কার্তিক পাল,ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়, পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,কমিশনার অমিত দেবগুপ্ত,মিলন বিশ্বকর্মা ,কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টসের সভাপতি উত্তম ভট্টাচার্য্য,যুগ্ম সম্পাদক সান্তনু দেবগুপ্ত,নারায়ন দাস(পথিক)সনৎ সাহা,চন্দন ঘোষ ,রায়গঞ্জ থেকে আগত ব্যাডমিন্টন কোচ প্রশান্ত সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *