October 28, 2024

কালিয়াগঞ্জে মাস্ক না পরে রাস্তায় বের হবার অপরাধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পূজার পর থেকে ২৫০ জনকে গ্রেপ্তার করলো-

1 min read

কালিয়াগঞ্জে মাস্ক না পরে রাস্তায় বের হবার অপরাধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পূজার পর থেকে ২৫০ জনকে গ্রেপ্তার করলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪অক্টোবর:দুর্গোৎসবের পর রাজ্যে আবার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কোভিড। রাজ্য সরকার এবং রাজ্যের জনগন ধরেই নিয়েছিল রাজ্য থেকে কোভিড বিদায় নিয়েছে। ফলে রাজ্য সরকারের কোন বিধি নিষেধ না মানার কারনে আবার করোনার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে।

দুর্গোৎসবের সময় রাজ্য সরকার কাগজ কলমে কোভিড বিধি নিষেধ মেনে চলার কথা বললেও রাজ্য পুলিশ প্রসাশন বিশেষ করে কলকাতায় পুলিশি বাধা নিষেধ মানার জন্য জনগণকে কোন রকম বাধা দেয়নি বলে জনগণের মুখ থেকেই শোনা যায়। চিকিৎসকদের উপদেশ কোন ভাবেই রাজ্য সরকার গ্রাহ্য করেনি।ফলে যা ভাবা গিয়েছিল ঠিক সেটাই হতে চলেছে। তবুও এখনো সময় আছে।মানুষ যদি নিজের ভালো একটু বা পরিবারের কথা ভেবে মাস্ক পড়েন তাহলে অনেকটাই সংক্রমণ থেকে মুক্ত হওয়া যেতে পারে।তাই জেলায় জেলায় করোনার বিধি নিষেধ কঠোর ভাবে মানার নির্দেশ জেলা পুলিশ দপ্তরে আসার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে করোনার প্রভাব রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কালিয়াগঞ্জ পুলিশ। জানা যায় শহরের রাস্তা ঘাটে মাস্ক ছাড়া যারা বের হচ্ছে তাদের গ্রেপ্তার করার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে পুলিশের পক্ষ থেকে।কালিয়াগঞ্জ থানা ইতিমধ্যেই মাস্ক না পড়ার অপরাধের দুর্গোৎসবের পর থেকে ২৫০জন শহরবাসীকে গ্রেপ্তার করেছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস রবিবার জানান।তিনি বলেন করোনা নিয়ে এই ধরনের পুলিশি কঠোরতা সবসময়ের জন্য বহাল থাকবে।আই সি দীপাঞ্জন দাস কালিয়াগঞ্জ বাসীর কাছে আবেদন জানিয়ে বলেন বাইরে যে কোন কাজে বের হলেই মাস্ক বন্ধুটিকে মুখে লাগিয়েই বের হবেন নিজের ও পরিবারের স্বার্থে। নচেৎ পুলিশকে তার অপ্রিয় কাজটি করতেই হবে সরকারের নির্দেশেই।কালিয়াগঞ্জ শহরে মাস্ক নিয়ে পুলিশি কঠোরতার কারনে ধীরে ধীরে মাস্ক পরার প্রবণতা অনেকটা তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়, সুকান্ত মোড়,হাসপাতাল মোড়,শেঠকলোনি শিমুলতলা চৌরাস্তায় ব্যাপক মাস্ক অভিযানে নেমে পড়েছে কালিয়াগঞ্জ পুলিশ।যদিও কালিয়াগঞ্জ শহরে খুব সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর কোন খবর নেই।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *