October 28, 2024

নয়টি স্থায়ী সমিতি বিজেপির হাত থেকে তৃণমূলে আনতে অনাস্থা আনলো তৃণমূল-

1 min read

নয়টি স্থায়ী সমিতি বিজেপির হাত থেকে তৃণমূলে আনতে অনাস্থা আনলো তৃণমূল-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে বিজেপির হাত থেকে নয়টি স্থায়ী সমিতি দখল করবার জন্য সাশক তৃণমূল দলের পক্ষ থেকে রায়গঞ্জের মহকুমা শাসকের কছে লিখিত আবেদন জানালো তৃণমূল দল ।জানা যায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ২৪ টি আসন যুক্ত সমিতিতে তৃণমূল ২৩ টি আসন এবং বিজেপি ১১টি পঞ্চায়েত সমিতির আসন দখল করে গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে।বিগত চার বছর ধরে বিজেপি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নয়টি স্থায়ী সমিতি এতদিন দখল করে ছিল বটে।কালিয়াগঞ্জ ব্লকে মোট আট টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে ৭টি গ্রাম পঞ্চায়েত।বাকি ১টি গ্রাম পঞ্চায়েত দখল করে সাশক তৃণমূল কনগ্রেস।কিন্তু বিধান সভা নির্বাচনের পর সাশক দলে বিজেপির অনেক পঞ্চায়েত সদস্যরা তৃণমূল দলে যোগ দেবার পর সাশক তৃণমূল ইতিমধ্যেই চারটি গ্রামপঞ্চায়েত দখল করে ফেলেছে বলে জানা যায়।

কালিয়াগঞ্জে বিজেপি থেকে জয়ী হওয়া বিধায়ক সৌমেন রায় কিছুদিনের মধ্যেই দলবদল করে তৃণমূলে যোগ দেন।জানা যায় তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈফশ্য অত্যন্ত সন্তর্পনে প্রতিটি পদক্ষেপে পা ফেলছেন।পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি দখল করতে গেলে এই মুহূর্তে যে হিসাব প্রয়োজন তা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন বলে নিতাই বৈশ্য জানান।কারন পঞ্চায়েত সমিতি পেতে গেলে যেমন গ্রাম পঞ্চায়েত প্রধান,জেলা পরিষদের সদস্য এবং বিধায়ক ও সাংসদের ভোট প্রয়োজন হবে।সেখানে বিজেপির সাংসদ বাদ দিলেও তাদের সেই অনাস্থার অঙ্ক মিলতে আর কোন অসুবিধা এই মুহূর্তে নেই বলে জানান।গত ৫ই অক্টোবর রায়গঞ্জ মহকুমা শাসকের নিকট অনাস্থার চিঠি পেশ করেছেন।পূজার বন্ড শেষ হবার পরেই অনাস্থার সভা ডাকবেন মহকুমা সাশক।এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি পরিবর্তনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *