October 25, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার প্রস্তাব গেল স্বাস্থ্য দপ্তরে

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট  জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ  স্টেট জেনারেল হাসপাতালকে উত্তর দিনাজপুর জেলা হাসপাতালে  উন্নীত করবার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে প্রস্তাব দিলেন।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কার্তিক পাল এক সাক্ষাৎকারে বলেন যেহেতু রায়গঞ্জ সদর শহরে স্বাস্থ্য পরিষেবা দেবার ব্যবস্থা যথেষ্ট হয়েছে সেই কারণেই জেলা হাসপাতালটি কালিয়াগঞ্জে স্থানান্তরিত করলে রায়গঞ্জে রোগীর ভীড় অনেকটাই হালকা হবে।শুধু তাই নয় এতদ অঞ্চলের রোগীরাও উন্নত চিকিৎসার সুযোগ এর ফলে পেতে পারবে ।সেই কারণেই তিনি একটি প্রস্তাব পাঠিয়েছেন।
জেলা স্বাস্থ্য  দপ্তরের মুখ্য চিকিৎসক  প্রকাশ  মৃধা তার দেওয়া প্রস্তাবের যথেষ্ট গুরুত্ব আছে ভেবেই তিনি স্বাস্থা দপ্তরকে সেই প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন বলে জানা যায়। জানা যায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বর্তমানে শয্যা সংখ্যা জনসংখ্যার তুলনায় মাত্র৮৫টি।যা প্রয়োজনের তুলনায় যথেষ্টই কম।কার্তিক বাবু বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে শুধু মাত্র কালিয়াগঞ্জের রোগীরাই আসেনা।

এই হাসপাতালে কালিয়াগঞ্জের পার্শবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, বুনিয়াদপুর,কুশমন্দি,উত্তর দিনাজপুরের হেমতাবাদ,বাঙ্গা লবাড়ী এলাকার প্রচুর রোগীরা চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ হাসপাতালে আসে।তারা এই হাসপাতালের উপর নির্ভরশীল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেই কারণেই অতিরিক্ত চাপের মধ্যে থেকে অত্যন্ত অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে। এই সমস্ত কারনে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ৮৫টি শয্যা সংখ্যা থেকে অবিলম্বে ২৫০ শয্যার জেলা হাসপাতালে অর্থাৎ কালিয়াগঞ্জ স্টেট হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করা হোক এই  প্রস্তাব পাঠানো হয়েছে বলে কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল জানান।চেয়ারম্যান কার্তিক পালের এই প্রস্তাব পাঠানোর খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ চেয়ারম্যান তথা রোগী কল্যাণ  সমিতির চেয়ারম্যানকেএই গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠানোর জন্য কার্তিক পালকে অভিনন্দন জানিয়েছেন।কার্তিক পাল বলেন তার বিশ্বাস কালিয়াগঞ্জের মানুষের আশির্বাদ তার সাথে থাকলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে জেলা হাসপাতাল করেই ছাড়বো বলে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই জানালেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *