October 28, 2024

অমিত শাহের আগেই আগামীকাল  আসছেন শুভেন্দু অধিকারী

1 min read

অমিত শাহের আগেই আগামীকাল  আসছেন শুভেন্দু  অধিকারী

রাজ্যের বাকি অংশে ভাঙছে সংগঠন৷ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গেরুয়া দাপট ধীরে ধীরে ফিকে হচ্ছে৷ তুলনায় অনেকটাই ভাল অবস্থা উত্তরবঙ্গে৷ ফলে কোনওমতেই উত্তরবঙ্গে দলের রাশ আলগা হতে দিতে চান না বিজেপি-র রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব৷ কারণ ২০২৪-এর দিকে লক্ষ্য রেখে তো বটেই, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দাপট বজায় রাখতে গেলে উত্তরবঙ্গের গড় ধরে রাখাকেই এখন পাখির চোখ করেছে বিজেপি৷ তাই অমিত শাহের সফরের আগেই আগামী কাল  উত্তরবঙ্গ সফরে আসতে  পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷সূত্রের খবর, আগামী কাল উত্তরবঙ্গ পৌঁছবেন শুভেন্দু অধিকারী৷ উত্তরবঙ্গে দলের ২৯জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি৷

বৈঠকে উত্তরবঙ্গে দলের সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর পাশাপাশি অমিত শাহের সফরের আগে উত্তরবঙ্গে দলের সংগঠনকেও চাঙ্গা করার চেষ্টা করবেন বিরোধী দলনেতা৷ভোট প্রচারে উত্তরবঙ্গের উন্নয়ন, রাজবংশী, আদিবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ বহু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখে উত্তরবঙ্গের বাসিন্দাদের একটা বড় অংশ বিজেপি-র প্রতি সমর্থন দেখিয়েছেন৷ ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপি উত্তরবঙ্গের সৌজন্যেই বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও মুখরক্ষা করতে পেরেছে৷ কিন্তু দল ক্ষমতায় না থাকায় ভোটে যাঁরা সমর্থন করেছিলেন, সেই আমজনতা তো বটেই, দলের নেতা কর্মীদের মধ্যেও হতাশা আসা স্বাভাবিক৷ উত্তরবঙ্গে দলের কর্মী,

 

সমর্থকদের চাঙ্গা করতে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের মতো দাবিতেও সরব হয়েছেন জন বার্লার মতো বিজেপি সাংসদ, বিধায়কদের কয়েকজন৷ দলের তরফে প্রকাশ্যে এই নেতাদের বিরুদ্ধে কোনও কড়া অবস্থানও নেওয়া হয়নি৷ কারণ তাতে হিতে বিপরীত হতে পারে৷ উত্তরবঙ্গে দলের সংগঠনেও যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷এ দিনই বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দিয়েছেন৷ উত্তরবঙ্গে দল যতই শক্তিশালী হোক না কেন, সেখানেও এমন ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা নেই৷ তাই হাতেকলমে উত্তরবঙ্গে দলের সংগঠনের অবস্থা খতিয়ে দেখতে নিজেই যাচ্ছেন বিরোধী দলনেতা৷ এর থেকে আরও একটি বিষয় স্পষ্ট, সাংগঠনিক পদে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা থাকলেও আপাতত নেতা, কর্মীদের উজ্জীবিত করতেও বিরোধী দলনেতার উপরেই বেশি ভরসা করছে দল৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *