October 28, 2024

“কেউ যদি বাধা দেয় তাঁকে তাঁর পরিণাম ভুগতে হবে হুঁশিয়ারি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুবকল্যান ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক

1 min read

“কেউ যদি বাধা দেয় তাঁকে তাঁর পরিণাম ভুগতে হবে হুঁশিয়ারি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুবকল্যান ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক

“কেউ যদি বাধা দেয় তাঁকে তাঁর পরিণাম ভুগতে হবে, বর্ষার পড়ে প্রয়োজনে আমি নিজে দাঁড়িয়ে থেকে শহীদ রাজেশ তাপসের শহীদ বেদী নির্মাণ করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব” শহীদ সম্মানযাত্রায় ইসলামপুরের দাড়িভিটে এসে রাজ্যের শাসকদলকে এমনভাবেই হুঁশিয়ারি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুবকল্যান ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ইসলামপুর পৌরসভার পর্যবেক্ষক প্রবীর দাসের নেতৃত্বে দাড়িভিটে শহীদ সম্মানযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা সভাপতি বাসুদেব সরকার, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, ইসলামপুর টাউন সভানেত্রী কল্যাণী সেন, ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য, দুলাল নন্দী সহ অন্যান্যরাও।

দাড়িভিট যাবার আগে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে টাউন বিজেপি আয়োজিত শহীদ সম্মান যাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়করা। উল্লেখ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত শহীদদের সম্মান দিতে বিজেপির এই যাত্রা।শহীদ স্মরণযাত্রার দশম দিনে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও ইটাহারের পর এদিন ইসলামপুর এবং দাড়িভিটে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আগামী দিনে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানের লক্ষ্যে এই শহীদ সম্মানযাত্রা।গত ১৭ আগস্ট কোচবিহার থেকে শুরু করে মালদায় ৭টি শহীদ পরিবার এবং দক্ষিণ দিনাজপুরের পর উত্তর দিনাজপুরের বিভিন্ন শহীদ পরিবারের কাছে গিয়ে শহীদ সম্মান যাত্রা কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, ভোট পরবর্তী হিংসার পর শাসকদল ভেবেছিল বিজেপির সংগঠন ভেঙে যাবে কিন্তু ইসলামপুরে পৌঁছে এই বিশাল মানুষের প্রতিবাদের ছবি শহীদ সম্মান যাত্রা কর্মসূচিকে সার্থক করেছে। যতদিন পর্যন্ত শাসকদল তৃণমুলের গুন্ডাবাহিনীর হাতে শহীদদের প্রকৃত অর্থে ন্যায় বিচার না মিলবে ততদিন পর্যন্ত বিজেপির পতাকাতলে আমাদের এই আন্দোলন চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *