October 28, 2024

সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতনতা শিবির দুবরাজপুরে

1 min read

সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতনতা শিবির দুবরাজপুরে

দিব্যেন্দু গোস্বামী বীরভূম  পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্প গুলো থেকে কেউ যাতে বাদ না পড়ে যান তাই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে গত ১৬ আগষ্ট থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি ২৫-৬০ বছর বয়সী মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন।

রাজ্যের প্রতিটি জায়গায় এই ফর্ম জমা দেওয়ার জন্য ভীড় লক্ষ্য করা গেছে। তাই দুয়ারে সরকার ক্যাম্পে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি তথা দুবরাজপুর শহর সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেখ নূর মহম্মদের নেতৃত্বে। এদিন এই ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতন করা হল। সেখ নূর মহম্মদ জানান, আগামী ২৭ আগষ্ট ইসলামপুর মেহেদি অনুষ্ঠান ভবনে এই ওয়ার্ডের মানুষদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তাই ঐ ক্যাম্পে গিয়ে মানুষকে হয়রানির শিকার না হতে হয় তার জন্য আজকে এলাকার মানুষকে সচেতন করা হল। পাশাপাশি যাঁরা ফর্ম পূরণ করতে পারবেন না তাঁদের ফর্ম পূরণের জন্য আমাদের কর্মীরা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *