October 29, 2024

মাথাভাঙ্গা বড়ো চকিয়ার ছরা গ্রামে মান সাই নদীর ক্রমাগত ভাঙ্গন , বাঁধের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

1 min read

মাথাভাঙ্গা বড়ো চকিয়ার ছরা গ্রামে মান সাই নদীর ক্রমাগত ভাঙ্গন , বাঁধের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

মাথাভাঙ্গা বড়ো চকিয়ার ছরা গ্রামে মান সাই নদীর ক্রমাগত ভাঙ্গন রোধে বাঁধের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের।নদী ভাঙ্গনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।অনবরত নদী ভাঙ্গনে চিন্তিত এলাকার সাধারন মানুষ।ইতিমধ্যেই বহু জমি চলে গেছে মানসাই নদী গর্ভে।স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘদিন থেকেই নদী ভাঙ্গন শুরু হয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন ও নেতা

নেত্রীদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না,বিঘার পর বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের।তারা বলেন এভাবে যদি নদী ভাঙ্গতে থাকে তাহলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই গ্রামের প্রায় শতাধিক বাড়ি।

 

নদী থেকে একশো মিটারের মধ্যেই রয়েছে একটি আস্থ গ্রাম এই ভেবেই চিন্তিত এলাকার মানুষ।তাই তারা

 

পার বাঁধের দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি প্রশাসন অবিলম্বে পার বাঁধ তৈরি করুক।যদি অবিলম্বে বাঁধ নির্মাণ না হয় তাহলে

তারা পথ অবরোধ করবেন বলে হুশিয়ারি দিয়েছেন।যদিও এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন প্রধান ও বিডিও কে বিষয়টি জানানো হয়েছে ফের তারা প্রশাসনের কাছে যাবেন।যদি প্রশাসন তাদের কথা না শুনে তাহলে পরবর্তীতে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *