October 25, 2024

বিনামূল্যে বীজ বিতরণ করলেন চোপড়া কৃষি দপ্তরের

1 min read
জয়দেব গোপ চোপড়া: ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার এর মধ্যে গম চাষ নিষিদ্ধ হওয়ায় বিকল্প চাষ হিসাবে ডাল, সরিষা, ছোলা চাষ করার জন্য সীমান্তের ১৩০০চাষীকে বিনামূল্যে বীজ বিতরণ করলেন চোপড়া কৃষি দপ্তর ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন ও চোপড়া ব্লক সহ কৃষি অধিকর্তা অরিত্র দেব জানান, সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে গম চাষ নিষিদ্ধ করায় বিকল্প চাষ হিসেবে ডাল, সরিষা ও ছোলা চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে।এই চাষের জন্য সোমবার চোপড়া ব্লক কৃষি দপ্তর থেকে ১৩০০ চাষীকে বিনামূল্যে ডাল,সরিষা ও ছোলা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন ও চোপড়া ব্লক কৃষি  দপ্তরের সহ অধিকর্তা অরিত্র দেব এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *