October 25, 2024

বৃহস্পতিবার ৬,৮০০ প্রেক্ষাগৃহে।মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘টু পয়েন্ট জিরো’ চলচ্চিত্রটি।

1 min read


পিয়া গুপ্তা ২৯ নভেম্বর অর্থাত্ কাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেরজনীকান্তের ‘টু পয়েন্ট জিরো’ চলচ্চিত্রটি।রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি আগামী ২৯ নভেম্বর একযোগে ভারত ও ভারতের বাইরে প্রায় ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।ভারতের ইতিহাসে এই প্রথম কোনো ছবি এত  সংখ্যক  সিনেমা হলে মুক্তির রেকর্ড হবে এই প্রথম ।
 মুক্তির আগেই বাহুবলীর রেকর্ড ভেঙ্গে দিল এই সিনেমা।এর আগে, প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবিটি একযোগে ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ‘টু পয়েন্ট জিরো’ কেবল ভারতেই মুক্তি পাচ্ছে ৬,৬০০ থেকে ৬,৮০০ প্রেক্ষাগৃহে।বিগ বাজেটের এই ছবিটি মুক্তির আগেই নাকি ১০০ কোটি টাকার ও বেশি উপার্জন করেছে।ছবিটি নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র যার পুরোটাই থ্রিডি-তে শুটিং করা হয়েছে  ছবিতে  অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পান্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *