October 25, 2024

ডঃ বৃন্দাবন ঘোষের ছন্দে ছড়ায় উত্তর দিনাজপুরের পুরাকীর্তি বইটি গুরুত্বপূর্ন পুরাকীর্তির একটি দলিল

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর জেলা প্রধানত কৃষি প্রধান অঞ্চল। কৃষির উপর অধিকাংশ মানুষ নির্ভরশীল। কৃষি প্রধান অঞ্চল হলেও এই জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরাকীর্তির বহু জানা অজানা তথ্যের অমূল্য সম্ভার।বলা ভালো অমূল্য সম্পদ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জেলায় পুরাকীর্তির অনেক অমূল্য সম্পদ হেলায় অবহেলায় যেখানে সেখানে জেলার অনাদরে পরে থাকলেও এ ব্যাপারে প্রশাসনের নেই কোন হেলদোল।ব্যক্তিগত উদ্যোগে এই সমস্ত জানা অজানা তথ্যের সম্ভার সংগ্রহ করে উত্তর দিনাজপুর জেলার পুরাতত্ত্ববিদ ডঃ বৃন্দাবন ঘোষ তা নিজের মত করে ছন্দে ছড়ায় জেলার গুরুত্বপূর্ন পুরাকীর্তির সম্ভার নিয়ে উত্তর দিনাজপুর জেলার একটি বই সম্পাদনা করেছেন।যার নাম দিয়েছেন ছন্দে ছড়ায় উত্তর দিনাজপুরের পুরাকীর্তি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ছন্দে ছড়ায় পুরাকীর্তির বইটি উত্তর দিনাজপুর জেলার একটি প্রামাণ্য দলিল রূপে চিহ্নিত হয়ে থাকবে বলেই বিশিষ্ট জনেরা মনে করছেন।ডঃ বৃন্দাবন ঘোষ সম্পাদিত ছন্দে ছড়ায় পুরাকীর্তির বইটিতে রয়েছে বিখ্যাত বালিয়া দুর্গের ধ্বংসাবশেসের কথা, পাঁচ ভাইয়া কাচারী বাড়ী, টেনহরির মনসা পুজার ইতিহাস,বাহারাইলের গনেশ মূর্তির ইতিহাস,সোনাপুরের ঢিবির কথা,তাঁরা সুন্দরী মন্দিরের ভগ্নাবশেষ, গোপালপুরের ব্রিটিশ আমলের থানার ভগ্নাবশেষ,নীলকুঠি, টেরাকোটার ভরা মন্দিরের ভগ্নাবশেষ,চুরামনের র্ষজ বাড়ীর বৃত্তান্ত সহ অনেক গুরুত্বপূর্ণ অজানা তথ্যের সম্ভার।ডঃ বৃন্দাবন ঘোষ ইতিমধ্যেই ১৬টি গ্রন্থ ও ৪টি পাঠ্য পুস্তক প্রকাশ করেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *