October 25, 2024

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্ৰর্তিযোগীতা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব মাঠে কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয়ে গেল।প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্ৰর্তিযোগীতার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ  পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি দিপা সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্রকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুৎ কুমার মাঝি, প্রাথমিক বিদ্যালয় সমূহের কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক ইসলাম তানিয়া রুবাইয়াত, স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির ও স্পোর্টস কমিটির সভাপতি প্রদীপ কুমার পাল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির জানান আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের চারটি গ্রাম পঞ্চায়েত যথাক্রমে অনন্তপুর,রাধিকাপুর, ভান্ডার ও ধনকোল অঞ্চলের সাথে কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয় জুনিয়ার বেশিক স্কুল ,এস এস কে এস বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র  ছাত্রীরাও অংশগ্রহন করে।মোট১৫০ জন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে জানান।
 কালিয়াগঞ্জ দুই নম্বর চক্রের স্পোর্টস কমিটির সভাপতি প্রদীপ কুমার পাল বলেন প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লংজ্যাম্প, হাই জাম্প ক্রিকেট বল থ্রোয়িং, ৫০ মিটার দৌড়ে,৭৫মিটার দৌড়, ১০০ মিটার দৌড় ২০০মিটার দৌড় ও জিম্যানস্টিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরাও অংশগ্রহণ করে।কালিয়াগঞ্জ ১ নম্বর এবং ২ নম্বর চক্রের ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক ইসলাম তানিয়া রুবাইয়াত জানান আগামী ৩রা ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের কালিয়াগঞ্জ জোনের খেলা হেমতাবাদ ব্লকে অনুষ্ঠিত হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এছাড়া আগামী ১০ইডিসেম্বর উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের খেলা ইটাহারে অনুষ্ঠিত হবে।
ক্রীড়া প্ৰর্তিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বার্ষিক ক্রীড়া প্ৰর্তিযোগীতা কমিটির বিশিষ্ট কর্মকর্তাগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *