October 24, 2024

জমিয়ত উলামা হিন্দের উদ্দ্যোগে সম্প্রীতি সভা-

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আনাউনে আঞ্চলিক জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে একটি সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়।সম্প্রীতির সভায় কলকাতা থেকে আগত জমিয়ত উলামা হিন্দের ধর্মীয় নেতা মৌলানা শওকত আলী তার বক্তব্যে বলেন ভারতবর্ষকে সম্প্রীতির পীঠস্থান বলা হয়ে থাকে।কিন্তূ  কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে এদেশের হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করবার জন্য কিছু কুচক্রী মানুষেরা উঠেপড়ে লেগেছে।এদের একটাই লক্ষ্য সম্প্রীতির দেশ ভারতবর্ষের দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করে এই শান্তির দেশে কি  ভাবেঅশান্তি সৃষ্টি করে ফায়দা তোলা যায় তার চেষ্টা করা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যা আমাদের মত শান্তি প্রিয় দেশের মানুষের পক্ষে ক্ষতিকর। আমরা জমিয়ত উলেমা হিন্দের পক্ষ থেকে বলতে চাই আমরা কোন ভাবেই হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ বিভেদকামী শক্তির কাছে কোন ভাবেই আত্ম সমর্পণ যেন না করি।আমরা হিন্দুই হয় আর মুসলমান হই আমাদের জন্ম ভারতবর্ষের পবিত্র ভুমিতেই।আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এদেশের জলবায়ু,এদেশের শস্য দানায় পুস্ট।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাই সবার আগে আমাদের দেশকে বিভেদকামী  শক্তির হাত থেকে আমাদেরকেই রক্ষা করতেই হবে।সম্প্রীতির অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলানা সাইফুল্লাহ,মৌলানা আবুল কালাম,হাফেজ হোসেন আলী,মঃ এরশাদ নাকভি।অনাউন সভাস্থলে বক্তব্য শুনতে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ভীড় হয়।এলাকার যুবনেতা সাজ্জাদ হোসেনের ব্যবস্থাপনায় ও পরিচালনায় মঙ্গলবারের সভা  ছাড়াও সাহেবঘাটা, শিবপুর কুনোর প্রভৃতি এলা কাতেও এই ধরনের সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়।সাজ্জাদ হোসেন বলেন সব জায়গাতেই সম্প্রীতির অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *