October 25, 2024

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডে বুথ কমিটি গঠন প্রক্রিয়া সমূর্নবলে জানালেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল

1 min read
তন্ময়  চক্রবত্তী ঃ- নির্বাচন উৎসব প্ৰতি পাঁচ বছর অন্তর আসে ।তাই আবার আগামী ২০১৯শে লোকসভা নির্বাচন বলা যায় আসন্ন।লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল ঘর গোছাতে ইতিমধ্যেই ব্যাস্ত হয়ে পড়েছে যা কালিয়াগঞ্জ শহরেও মেঝে যাচ্ছে।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পৌর সভার ১৭টি ওয়ার্ডের বুথ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলেছে বলে জানালেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার (১)নম্বর ওয়ার্ডের বুথ কমিটির সভাপতি হয়েছেন–বিজন দেব,(২)নম্বরের সভাপতি-মঙ্গল গুহ,(৩)শুভাশীষ নায়েক,(৪)মনোজ সরকার,(৫)শুভেন্দু মহন্ত,(৬) ভূপতি নাথ কুন্ডু,(৭)সঞ্জয় কুন্ডু,(৮)নৃপেন সাহা(৯)বিশ্বনাথ পাল (১০)সুনীল সাহা(১১)গৌরাঙ্গ দাস(১২)প্রসেনজিৎ বণিক(১৩)প্রকাশ কুন্ডু (১৪)অরুন মোদক (১৫)রাম নিবাস সাহা(১৬)শুভেন্দু চক্রবর্তী(১৭)সুবল সরকার।কালিয়াগঞ্জ তৃণমূল শহর কংগ্রেসের সভাপতি পৌর সভার ১৭টি ওয়ার্ডের দেওয়াল লিখনের সাইট ফর অগ্রিম লিখার কাজও কয়েকদিন আগেই শেষ করে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির দিক থেকে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলের চেয়ে অনেক এগিয়ে আছে বলা যেতে পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *