October 25, 2024

কালিয়াগঞ্জ শহর ও ব্লকে ব্যাপকভাবে স্বচ্ছ ভারত প্রকল্পে শোচাগার নির্মাণে দুর্নীতি চলছে অভিযোগ করল বিজেপি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ শহর ব্লকে ব্যাপকভাবে স্বচ্ছ ভারত প্রকল্পে শোচাগার নির্মাণে দুর্নীতি চলছে এমনটাই অভিযোগ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা তথা কালিয়াগঞ্জ এর বিজেপি নেতা গৌরাঙ্গ দাস।  তিনি বলেন কেন্দ্রীয় সরকার থেকে গরীব মানুষদের স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে কোটি কোটি টাকা আসলে এই টাকার কাজ ঠিকঠাক ভাবে হচ্ছেনা কালিয়াগঞ্জ শহর ব্লকে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগগৌরাঙ্গ বাবু   বলেন , কালিয়াগঞ্জ শহরে যেভাবে এই প্রকল্পের মাধ্যমে শৌচাগার নির্মাণ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের।  চার থেকে পাঁচ হাজার টাকার মধ্য দিয়ে তা সেরে ফেলা হচ্ছে।  এবং কোথাও কোথাওশৌচাগার নির্মাণ করতে    যেমন সিমেন্ট কম দেওয়া হচ্ছে  কোথাও আবার ইট দেওয়া হচ্ছে তিন নম্বর নম্বর।  এতে শৌচাগার অত্যন্ত নিম্নমানের হচ্ছে গরীব মানুষদের । 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি বলেন ব্যাপারে তিনি খুব শীঘ্রই আন্দোলনে যাবেন কালিয়া গঞ্জ পৌরসভা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি বিরুদ্ধে।  তিনি বলেন যেভাবে দুর্নীতি চলছে প্রকল্পে তা খুবই জঘন্য।  এই ধরনের  কাজ কখনো করা উচিত নয়তিনি আরো বলেন তিনি ব্যাপারে যেমন কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনকে  কে জানিয়েছেন তেমনি কালিয়াগঞ্জ পৌর প্রশাসন কে জানিয়েছেন।  গৌরাঙ্গ বাবু    বলেন
দিও
ব্লক প্রশাসন কিছু কিছু জায়গায় ব্যবস্থা নিলেও কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।  এটা ঠিক না।  আগামীতে যদি এইভাবে চলতে থাকে তাহলে বিজেপি কালিয়াগঞ্জে  বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে প্রশ্ন করা হলে তিনি বলেন এই মুহূর্তে তিনি কিছুই বলবেন না । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *