October 24, 2024

ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে ব্যাটসম্যান (১ম পর্যায়)

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা২১ গজের পীচ , বিশাল এরিয়া নিয়ে বাউন্ডারি সম্পন্ন সবুজ ঘাসের মাঠ, গ্যালারি ঠাসা দর্শকের মাঝে ব্যাটসম্যান। আর ঠিক এমনই বাংলার সবুজ ঘাসে দর্শক আসনে পরিপূর্ণ রাজনৈতিক ব্যাটসম্যান। কিরকম কেতাবি স্টাইলে ডিফেন্সিভ জোনে খেলতে খেলতে ব্যাকফুটে হয়ে যাওয়া ব্যাটসম্যান যদি ফ্রন্টফুটে চলে আসেন  তাহলে বিপক্ষের ফাস্ট বোলার তথা টীম প্রতিনিধির  কি পরিনতি হয় সেটা এই প্রতিবেদনের প্রথম প্রচ্ছদে বিগত দিনের একটু ক্রিকেট ইতিহাসে চোখ বুলিয়ে দ্বিতীয় প্রচ্ছদে রাজনৈতিক ময়দানের ব্যাকফুটে থাকা ব্যাটসম্যান ফ্রন্টফুটে খেলবার রসদ পেতে চলেছেন তার উপর এক প্রতিবেদন।১৯৭০ দশকের মাঝামাঝি সময়কাল থেকে ১৯৯০ দশকের প্রথমদিক পর্যন্ত দলটি টেস্ট ক্রিকেট এবং একদিনের


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আন্তর্জাতিক ক্রিকেট – উভয় স্তরের ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের তুলনায় একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছিল। একগুচ্ছ সেরা ক্রিকেটার ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলেছিলেন। স্যার গ্যারফিল্ড সোবার্স, ল্যান্স গিবস, গর্ডন গ্রীনিজ, জর্জ হ্যাডলি, ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, আলভিন কালীচরণ, রোহন কানহাই, ফ্রাঙ্ক ওরেল, এভারটন উইকস, কার্টলি এমব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, স্যার ভিভ রিচার্ডস প্রমূখ ক্রিকেটারগণ আইসিসি ক্রিকেট হল অব ফ্রেমে স্থান পেয়েছিলেন। বিশ্বের তাবড় ফাস্ট বোলার নিয়ে ২১ গজের পীচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল অন্যান্য দলের সেরা ব্যাটসম্যানদের পীচ কম্পন উঠিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠাতো। ওভারের প্রথম বল থেকে ষষ্ঠ বল  ব্যাটসম্যানদের বুক সমান উচ্চতায় বাউন্সার দিয়ে ভয় দেখানোই ছিল ঐ সময়ের ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যারিশমা। আর সেই বলে ব্যাটসম্যানরা ব্যাকফুটে খেলতে খেলতে প্যাভিলিয়নে অল্প রান করে আউট হয়ে ফিরে যেত। ১৯৭৮ সালে ভারত তথা আন্তর্জাতিক সেরা ব্যাটসম্যান সুনিল গাভাস্কার দেখিয়ে দিয়েছিলেন কিভাবে ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে এসে গার্নার, হোল্ডিং, মার্শালদের মতো ফাস্ট বোলারদের কিভাবে মোকাবিলা করে বল কে মাঠের বাহিরে করে দেওয়া যায়। এটাই ছিল দুর্দান্ত ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাকফুটে যাওয়া ব্যাটসম্যানের প্রত্যাঘাত। আর এমনি কালিয়াগঞ্জের সবুজ ঘাসের ময়দানে সুনিল গাভাস্কারের মতো ব্যাকফুটে হয়ে যাওয়া ব্যাটসম্যান নিজেকে ফ্রন্টফুটে খেলার প্র্যাকটিস প্রস্তুতি অনেকটাই সেরে ফেলেছেন। শুধু সময়ের অপেক্ষায় স্টেডিয়াম ঠাসা দর্শকদের। অবশ্যই মাটির  তৈরী ২১ গজের পীচ …………(চলবে)।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *