October 24, 2024

রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে ঝটিকা সফরে এসেই বাজিমাত করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য

1 min read

শংকর
গুপ্তাঃ-
 একদিনের ঝটিকা সফরে এসে রায়গঞ্জ
এবং কালিয়াগঞ্জ এর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মন জয় করে নিলেন তৃণমূল ছাত্র
পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য । তিনি আজ প্রথমে রায়গঞ্জ বিধানমঞ্চে  রায়গঞ্জের  তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের নিয়ে সভা
করলেন।জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা এই সভায় যোগ
দেন। সভা উপলক্ষ্যে রায়গঞ্জ শহরে র‌্যালিতে অংশ নেন রাজ্য সভাপতি।
 এরপর তিনি
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারও করেন ।এদিন।
তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দিয়ে তৃণাঙ্কুর বলেন
, আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড
সমাবেশ।
 ব্রিগেড সমাবেশকে সফল করতে তিনি জেলায় জেলায় তৃণমূল ছাত্র পরিষদের
কর্মী-সমর্থকদের নিয়ে সভা করছেন। আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জীকে হাত শক্ত
করতে হলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঠিক ভূমিকা পালন করতে হবে। তিনি
বলেন
, ব্রিগেড
সমাবেশে এই জেলা থেকে যাতে বহু সংখ্যক ছাত্র-ছাত্রী যোগ দিতে পারে সেই দায়িত্ব
আমাদের পালন করতে হবে সকলকে।
সে জন্য প্রতিটি ইউনিটে ব্রিগেড সমাবেশের
উদ্দেশ্য এবং এই রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তুলে ধরতে হবে
ছাত্র-ছাত্রীদের সামনে। তিনি বলেন, এই জেলায় তৃণমূল ছাত্র পরিষদের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে।
ছাত্র-ছাত্রীদের স্বার্থে এবং সংগঠনের স্বার্থে ভালো কাজ করছে নতুন কমিটির
সদস্যরা। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আগামীদিনেও সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের এদিনের সভায় যোগ দেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান
অরিন্দম সরকার, তৃণমূল
ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ কর
, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, কাউন্সিলার অর্ণব মণ্ডল, কাউন্সিলার অনিরুদ্ধ সাহা, ডালখোলা পুরসভার প্রাক্তন
চেয়ারম্যান সুভাষ গোস্বামী
, যুব
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল
, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে সহ অন্যান্যরা।এর  পরে কালিয়াগঞ্জ কলেজে আসেন তৃণমূল ছাত্র
পরিষদের কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পাশাপাশি ভুলেন নি কালিয়াগঞ্জ কলেজের
অধ্যক্ষ পীযূষ কুমার দাসের সঙ্গে দেখা করতেও ।তিনি অধ্যক্ষের ঘরে বসে কিছুটা সময়
কাটান কলেজের বিভিন্ন সমস্যা এবং কেমন চলছে কলেজ সেটারও তিনি খোঁজ খবর নেন কলেজের
অধ্যক্ষের কাছ থেকে।  স্বভাবতই তার এই
ভূমিকায় খুশি কলেজের অধ্যক্ষ ।এরপর  
 আগামী ১৯
জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে কালিয়াগঞ্জ  তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের নিয়ে সভা
করলেন। সেখানে  উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য
সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দোধী মহোন দেবশর্মা
, এবং পঞ্চায়েত সমিতির  সভাপতি দীপা সরকার জেলা ছাত্র সভাপতি অনুপ কর, কালিয়াগঞ্জ টাউন
সভাপতি বঙ্কিম সরকার প্রক্তম জি এস অমর কুমার গুপ্তা৷
এবং ব্লক
ছাত্র সভাপতি স্নেহাশীষ ভট্টাচার্য ,। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ  এর সদস্য মহিত গুপ্তা
, সুরজিৎ দাস,উৎসব সাহা সহ আরো অনেক সদস্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *