October 24, 2024

রায়গঞ্জের আসনটি বিজেপিকে পেতে গেলে কলকাতা গামী সকালের ট্রেন ও কালিয়াগঞ্জ বুনিয়াদপুর বন্ধ রেল প্রকল্পের কাজ চালুর প্রয়োজন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি বড়সড় ধাক্কা খেলেও   যুদ্ধ বিমান রাফায়েল সংক্রান্ত সুপ্রিম কোর্টের ক্লিনচিট বিজেপি অনেকটাই  ধাক্কা সামলে নিতে পেরেছে বলে বুদ্ধিজীবি সম্প্রদায় মনে করছে।কিন্তূ তাতেই কি বিজেপি দুশ্চিন্তামুক্ত হতে পারবে?উত্তর একদম নয়।কারন সামনের ১৯সাল বিজেপির কাছে অত্যন্ত দুশ্চিন্তার বছর।তাও আবার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে।সামনের লড়াই মানেই বিজেপির গদি টিকিয়ে রাখার লড়াই,বিজেপির আচ্ছে দিনের প্ৰকৃত লড়াই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেশের মানুষ সত্যি সত্যিই তার স্বাদ বিগত পাঁচ বছরে পেয়েছে না কাগজ কলমেই শুধু,তার হিসাব ভোটের বাক্সে প্রতিফলিত হবার দিন সমাগত।এখানেই শেষ নয়, ১৯১৪সালের লোকসভা নির্বাচনে সুপ্রাচীন ঐতিহ্যবাহী কংগ্রেস দলের ছিলনা যেমন লোকবল,তেমনি সারা দেশে বিজেপি প্রধান নরেন্দ্র মোদির  বিভিন্ন ভোট কৌশলের কাছে ভারতবর্ষের কংগ্রেস নামক দলটিকে মনে হয়েছিল একটি আঞ্চলিক দলের মতই।
কিন্তূ সম্প্রতি হয়ে যাওয়া পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস  ঝরে শুধু তিনটি রাজ্য থেকে বিজেপিকে উৎখাতই করেনি,তার চেয়েও বড় যে জিনিস পেয়েছে তা হল কংগ্রেস কর্মীদের মধ্যে লড়াই করবার, অনুপ্রেরণা জোগানোর কাজটি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী করতে পেরেছেন।আর পেরেছেন রাহুল গান্ধীও দুর্দন্ডপ্রতাপ নরেন্দ্র মোদিকে মুছে দিতে পারে সেই বিশ্বাস যোগ্যতা রাহুল গান্ধী নিজের ক্যারিশমায় কংগ্রেস সমর্থকদের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। যা বিগত লোক সভা নির্বাচনের পূর্ব মুহুর্তে রাহুল গান্ধীর কোন টাই ছিলনা।বলা যেতে পারে পাপ্পু রাহুল বলে যাকে নরেন্দ্র মোদি ঠাট্টা করতেন এখন কিন্তূ রাহুল গান্ধী আর ঠাট্টার পাত্র নন।নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধী সম্পর্কে কোন মন্তব্য করতে হলে কয়েকবার ভেবে চিন্তে মন্তব্য করতে হবে।কথায় আর চিরে ভিজবে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এবার আবার ক্ষমতায় আসতে গেলে রাম মন্দির নয় কাম (কাজের কাজ)মন্দিরে মনোযোগ দিতেই হবে।দেশের মানুষের সমস্যার দিকে নজর দিতে হবে।বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়।উত্তর দিনাজপুর জেলার  মানুষের দীর্ঘ দিনের ন্যায্য দাবি ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর থেকে রাধিকাপুর–কলকাতা সকালের একটি ট্রেন সংগছিলনা যেমন লোকবল,তেমনি সারা দেশে বিজেপি প্রধান নরেন্দ্র মোদির  বিভিন্ন ভোট কৌশলের কাছে ভারতবর্ষের কংগ্রেস নামক দলটিকে মনে হয়েছিল একটি আঞ্চলিক দলের মতই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তূ সম্প্রতি হয়ে যাওয়া পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস  ঝরে শুধু তিনটি রাজ্য থেকে বিজেপিকে উৎখাতই করেনি,তার চেয়েও বড় যে জিনিস পেয়েছে তা হল কংগ্রেস কর্মীদের মধ্যে লড়াই করবার,ফাইট করবার অনুপ্রেরণা জোগানোর কাজটি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী করতে পেরেছেন।
আর পেরেছেন রাহুল গান্ধীও দুর্দন্ডপ্রতাপ নরেন্দ্র মোদিকে মুছে দিতে পারে সেই বিশ্বাস যোগ্যতা রাহুল গান্ধী নিজের ক্যারিশমায় কংগ্রেস সমর্থকদের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। যা বিগত লোক সভা নির্বাচনের পূর্ব মুহুর্তে রাহুল গান্ধীর কোন টাই ছিলনা।বলা যেতে পারে পাপ্পু রাহুল বলে যাকে নরেন্দ্র মোদি ঠাট্টা করতেন এখন কিন্তূ রাহুল গান্ধী আর ঠাট্টার পাত্র নন।নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধী সম্পর্কে কোন মন্তব্য করতে হলে কয়েকবার ভেবে চিন্তে মন্তব্য করতে হবে।কথায় আর চিরে ভিজবে না।এবার আবার ক্ষমতায় আসতে গেলে রাম মন্দির নয় কাম (কাজের কাজ)মন্দিরে মনোযোগ দিতেই হবে বলে উত্তর দিনাজপুর জেলার মানুষ মনে করে।দেশের মানুষের সমস্যার দিকে নজর দিতে হবে।উত্তর দিনাজপুর জেলার মানুষের দীর্ঘ দিনের ন্যায্য দাবি ভারত-বাংলা দেশ সীমান্তের রাধিকাপুর-কলকাতা(চিৎপুর) দিনের ট্রেনটি দেবার ব্যবস্থা করতে হবে,বিজেপির উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বকে এই কাজটি করবার জন্য কেন্দ্রের নেতৃত্বকে বোঝাতে হবে,কেন্দ্রের নেতৃত্বকে বোঝাতে হবে রেলমন্ত্রকের অনুমোদন হওয়া স্বত্বেও কেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল লাইনের বন্ধ কাজ শুরু করা যাবেনা?এই দুই রেলের সমস্যা সমাধান হলেই বা তাদের কতটা লাভ হতে পারে তাও কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে হবে।যদি এই দুটি কাজ বিজেপির উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী  গুরুত্ব দিয়ে করিয়ে আনতে পারেন তাহলে রায়গঞ্জ লোকসভা আসনটি নিজেদের দখলে নিতে শঙ্করবাবুদের জনগনের আশীর্বাদ পেতে অনেকটাই  মুশকিল আসান হতে পারে বলে জেলার মানুষ মনে করে। ।তাই রায়গঞ্জ আসনটি বিজেপির পাবার ক্ষেত্রে  ভাবনার সময় এসেছে। কাজের মাধ্যমে আসন ছিনিয়ে নিন রাম মন্দির নয় কাম মন্দিরের মাধ্যমে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *