October 24, 2024

কালিয়াগঞ্জের মহিলাদের স্বর্ণযুগ শেষ হয়ে গিয়েছে বললেন প্রাক্তন পৌরপতি অরুণ কুমার দে সরকার

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- কালিয়াগঞ্জ পুরসভার মাধ্যমে
স্বর্ণ জয়ন্তী দলগুলির হাসিমুখ শেষ হয়ে গেছে অভিযোগ করলেন প্রাক্তন পৌরপতি অরুন
দে সরকার। তিনি বলেন কালিয়াগঞ্জ পৌরসভায় যখন কংগ্রেসের বোর্ড ছিল তখন পৌরসভার
স্বর্ণ জয়ন্তী মহিলা দল গুলি রাজ্যের মধ্যে নজর কেড়েছিল কিন্তু আজ আর সেই সব
কিছুই নেই । তিনি বলেন তার সময়কালে স্বর্ণ জয়ন্তী মহিলা দল যেভাবে শহরের মহিলাদের
মধ্যে নজর কেড়েছিল তা  এক নজিরবিহীন।  আর তাই তাদের নিয়ে প্রতি বছরই একটা করে অনুষ্ঠান
হতো।  সেই সময়  এই মহিলা দলগুলির  কার্যকলাপ এতটাই ভাল ছিল যে রাজ্যের মধ্যে প্রথম
হয়েছিল কালিয়াগঞ্জ পৌরসভা।কিন্তু আজ তা ইতিহাস হয়ে  গিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অরুন বাবু  বলেন সেই সময়ে স্বর্ণ জয়ন্তী মহিলা দলগুলি
একদিকে যেমন তাদের  বিভিন্ন ব্যবসায়
স্বনির্ভর হওয়ার জন্য ঋণ  নিত  তেমনি তা পরিশোধ করত ও  সঠিক সময়ে ।  মহিলারা এর ফলে তাদের স্বনির্ভরতার দিকে এগিয়ে
যেত খুব সুন্দর ভাবে।  অরুন বাবু  আরও জানান এই সমস্ত মহিলারা কেউ ধান চালের
ব্যবসা করত কেউ দুধের ব্যবসা করত গরু কিনে।  কেউ আবার  মুদির দোকানের ব্যবসা করত কেউ আবার মুড়ির
ব্যবসা করত।

 শুধু তাই নয় কেউ কেউ আবার  মাছের ব্যবসাও  করতো । সব রকম ব্যবসায় মহিলাদের পারদর্শিতা যেন
অন্য রকম ছিল কালিয়াগঞ্জে ।  সে চিন্তাই
করা যেত না যে মহিলারা এত কিছু পারে । কিন্তু মহিলারা দেখিয়ে দিয়েছিল যে তারা
সমাজের আর পাঁচজনের থেকে কম নয়।তারাও সব কিছু পারে একটু  কেউ সহযোগিতা  করলে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সেই সহযোগিতার ভুমিকায় শুধু তাদের সাথে
সাধ দিয়েছিল কালিয়াগঞ্জ      পৌরসভা
। তাই তারা কালিয়াগঞ্জ পৌরসভার সহযোগিতায়  নিজের পায়ে দাঁড়াতে  চেষ্টা করে সফল হয়েছিল ।তিনি বলেন   তখন
কালিয়াগঞ্জ এর মানুষের মনে একটা শান্তি বিরাজ করত।  কিন্তু আজ আর সেদিন নেই পৌরসভায় স্বর্ণ জয়ন্তী
মহিলা দলের । ফলে কালিয়াগঞ্জ শহরের মহিলাদের  এখন মুখ ভার।  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *