October 24, 2024

কোচবিহারে বালুরঘাটের তিমিরবিনাশীর ব্যাপক সাফল্য

1 min read
 তুহিন শুভ্র মণ্ডল  :– কোচবিহার ও মাথাভাঙ্গার দর্শকদের মন জয় করে এল বালুরঘাটের শপথ।গত পনের ও ষোল ডিসেম্বর কোচবিহারের রবীন্দ্র ভবনে ও মাথাভাঙ্গার নজরুল সদনে পরপর দুদিন মঞ্চস্থ হল নাটক ‘তিমিরবিনাশী’।কোচবিহার থিয়েটার গ্রুপ আয়োজিত কোচবিহার থিয়েটার ফেস্টিভালে রবীন্দ্র ভবনে এক ঘন্টা সময়সীমার এই নাটক আসলে নাট্য অভিনেতা ও নির্দেশক হারান মজুমদারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই বছর হারান মজুমদারের অভিনয় জীবনের পন্চাশ তম বর্ষ।এই নাটক অনেক নাটকের কোলাজ।থিয়েটারের ভিতরে থিয়েটারের ভাষ্যে উঠে আসে এই সময়ের কথা,সমকালীন রাজনীতি আর বোধের কথা।এক ঝাঁক নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও এই নাটকের সম্পদ।অভিনয়ে হারান মজুমদার, রুমা ঘোষ,দেবাশিস চক্রবর্তী,পলাশ মন্ডল,গগন ঘোষ,বিদ্যুত মিত্র, প্রিয়াংকা দাস, উদয় মন্ডল,সাহেব মন্ডল,তনয় মন্ডল,শুভঙ্কর দাস,বিউটি দেবনাথ প্রত্যেকেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন।আলো ও শব্দের দায়িত্বে ছিলেন পাপাই রবি দাস ও সুব্রত দাস।কোচবিহার থিয়েটার ফেস্টিভালের আয়োজক কোচবিহার থিয়েটার গ্রুপের পক্ষে পূর্বাচল দাশগুপ্ত,প্রদোষ রঞ্জন সাহারা জানান ‘তিমিরবিনিশী অন্য ধরনের নাটক।খুব ভাল লাগলো।দর্শক রাও এই নাটক খুব পছন্দ করেছে।’কোচবিহার থিয়েটার ফেস্টিভালের অঙ্গ হিসাবে মাথাভাঙ্গার নজরুল সদনে চা বাগান শ্রমিকদের সাহায্যার্থে এই উৎসবেও তিমিরবিনাশী দর্শক দের প্রশংসা লাভ করে।অন্যতম উদ্যোক্তা মাথাভাঙ্গা আজাদ হিন্দ সংঘের সম্পাদক সন্জয় বর্মন বলেন ‘বালুরঘাটের নাটক জন্য সবার একটা বাড়তি আগ্রহ ছিলোই।দর্শক দের পছন্দ হওয়ায় আমরা খুব খুশী’।এই উৎসবের অন্য নাটক ছিল পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত মিথ্যেবাদী ও ঢাকা,বাংলাদেশের মেঠোপথ থিয়েটারের নাটক অত:পর মাধো।অভিনেতা ও নির্দেশক হারান মজুমদার জানান “দর্শক দের পছন্দ হওয়ায় আমাদের পরিশ্রম সার্থক ।আগামী জানুয়ারিতে আবার উত্তরবঙ্গ সফরে বের হবো।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *