October 24, 2024

গ্রামীণ মহিলাদের নিয়ে এক অভিনব প্রতিযোগিতামূলক খেলা শুরু হল বিধাননগরে

1 min read
সুবল গোপ বিধাননগর :গ্রামীণ মহিলাদের নিয়ে এক অভিনব প্রতিযোগিতামূলক  খেলা শুরু হল বিধাননগরে । অবিশ্বাস্য  হলেও বাস্তবে সত্যি এই প্রতিযোগিতার আয়োজক বিধাননগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটি ।
 জানা গেছে বিধান নগর ১ও২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ১৬০০ গ্রামীন মহিলা ও মেয়েদের  নিয়ে  শুরু হল মহিলা লুডো প্রতিযোগিতা। আয়োজক সংস্থার দাবি,পুরুষরা তো ক্রিকেট,ফুটবল,তাস সহ অন্যান্য খেলাই খেলে। কিন্তু, মহিলারা শুধু গৃহ কর্মেই ব্যস্ত থাকে।
তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই প্রতিযোগিতায় ভীষণ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার পাড়ায় পাড়ায় শুরু হল মহিলা লুডো প্রতিযোগিতা। ফাইনাল খেলাটি  হবে নতুন ইংরেজি বর্ষের ২রা জানুয়ারি বিদ্যাসাগর মঞ্চে। পুরস্কার হিসেবে থাকছে নগদ  প্রথম ৫০০০ টাকা দ্বিতীয় ৩৫০০,টাকা তৃতীয় ২০০০,টাকা ও চতুর্থ ১০০০,টাকা। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পুরস্কার জেতার লোভে নাওয়া খাওয়া ছেড়ে উঠে পড়ে লেগেছে এই খেলায়। খেলায় সহযোগিতা করেছেন সমাজ সেবী  বাপন দাস । তিনি জানান,শিলিগুড়ি মহকুমা পরিষদের  বিরোধী দল নেতা, তথা এলাকার রূপকার কাজল ঘোষের অনুপ্রেরণায় এই লুডো প্রতিযোগিতার আয়োজন করেছেন বিধাননগর মহিলা ওয়েলফেয়ার  সোসাইটি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *