October 24, 2024

জেলাবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে নির্মল ম্যারাথন দৌড়

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার জেলাবাসীদের  স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করতে আগামী ২৩শে ডিসেম্বর ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি নির্মল  উন্মুক্ত  স্থানে  শৌচক্রিয়া মুক্ত (ODF) জেলায় পরিণত করার লক্ষ্যে আগামী 23শে ডিসেম্বর সকাল ছ’টায় ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি নির্মল ম্যারাথন ও ওয়াকথনের আয়োজন করা হয়েছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই ম্যারাথন শেষ হবে ইসলামপুর বাসস্ট্যান্ডে সকাল আটটায় । নির্মল জেলা করার শপথ গ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি সকাল ন’টায়।
জানা যায় ২০১৮সালের মধ্যে ও ডি এফ জেলায় রূপান্তর করবার জন্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই প্রকল্পে শৌচাগার নেবার জন্য বেনিফিশিয়ারকে ব্যক্তিগত ৯০০(নয়সো)টাকা এবং সরকার থেকে মিশন নির্মল বাংলা খাত থেকে১০০০০(দশ হাজার)টাকা দেওয়া হচ্ছে।জানা যায় মহাত্মা গান্ধী গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পকে এই কাজের সাথে যুক্ত করা হয়েছে।
  ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *