October 24, 2024

রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় এক বাড়িতে ডাবরের রিয়াল ফ্রুট পাওয়ার ম্যাঙ্গ জুসের প্যাকেট থেকে অস্বাস্থ্যকর ছত্রাক?

1 min read

তপন চক্রবর্তীউত্তর দিনাজপুরমঙ্গলবার রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় এক বাড়িতে ডাবর কোম্পানির রিয়াল ফ্রুট পাওয়ার ম্যাঙ্গ জুস খাবার সময় সেই প্যাকেট থেকে বের হল অস্বাস্থ্যকর কালো ছত্রাক জাতীয় অদ্ভুত ধরনের কালো রঙের একটি জিনিস


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যা দেখে ডাবরের ম্যাঙ্গ জুস খাওয়া মাথায় উঠে গেছেখবর নিয়ে জানা যায় সুদর্শনপুর শিলিগুড়ি মোড়ের বাসিন্দা তথা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল দিন কয়েক আগে রায়গঞ্জের মোহনবাটির ওয়াবাজার শপিংমল থেকে ৯৯টাকা দিয়ে ডাবরের রিয়াল ফ্রুট পাওয়ার জুস ক্রয় করে বাড়ি নিয়ে যায়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সবাই মিলে খাবার সময় ম্যাঙ্গ জুসের প্যাকেট খুলতেই বেরিয়ে পরে জুসের মধ্যে থেকে বড় আকারের কালো অদ্ভুত ধরনের একটি অস্বাস্থ্যকর বস্তুযা দেখলেই গা ঘিন ঘিন করতে থাকেঅধ্যাপক তাপস পাল বলেন একটি নাম ডাক ব্রান্ডের কোম্পানির ম্যাঙ্গ জুস থেকে এই ধরনের অস্বাস্থ্যকর ছত্রাক জাতীয় দ্রব্য বের হবে যা ভাবতেও অবাক লাগছেতাপস বাবু বলেন আজ রাত হয়েছে তাই শপিংমলে যেতে পারিনিবুধবার এই ম্যাঙ্গ জুসের প্যাকেট নিয়ে তিনি খাদ্য দপ্তরের 
খাদ্য সুরক্ষা আধিকারিকের নিকট প্যাকেটটি নিয়ে যাবেন এবং এর বিহিত করবেন বলে জানান


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তাপস বাবু বলেন ডাবর কোম্পানীর এই ম্যাঙ্গ জুসের প্যাকেটটি তৈরী হয় গত ১৫//২০১৮তেযার ব্যাচ নম্বরআর ইউ০০৬৬০৫ এবং বার কোড নম্বর ৮৯০১২০৭০০৪৩৯১ ।  অবিলম্বে জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক তদন্ত করে দেখুক এই অস্বাস্থ্যকর বস্তুটি কি জিনিস হতে পারে তার সুরাহা করে জনসমক্ষে তা জানানোর ব্যবস্থা করুক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *