October 24, 2024

লিউকোমিয়াতে আক্রান্ত শিশু আবীরের পাশে দাঁড়ানোর কাতর আবেদন

1 min read
#qp_main2203369 .qp_btna:hover input {background:rgb(255,53,66)!important}

????? ????????? ???????? ?????? ???????? ??? ???? ???? ???? ??? ?

?????? ???????
???????
?? ?? ????
??????
Created with SurveyMaker

তুহিন শুভ্র মন্ডল(বালুরঘাট)  দক্ষিণ দিনাজপুর:-   আবীর রায়।দু বছর আট মাসের শিশু।কিন্ত কি দুর্ভাগ্য যে আবীর লিউকোমিয়াতে আক্রান্ত ।মাত্র ক’ দিন হলো কোলকাতা মেডিক্যাল কলেজ থেকে ওকে চিকিৎসা করিয়ে এনেছে ওর বাবা গনেশ রায় ও মা মুনমুন রায়।বর্তমানে আবীর ভীষণ অসুস্থ ও দুর্বল ।তবে তার চেয়েও জরুরী বিষয় যে ওকে উন্নত চিকিৎসার জন্য নিদেনপক্ষে দিল্লীতে নিয়ে যেতে হবে।এইসব কথ জেনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক রাজর্ষি গোস্বামী আবীরের পাশে দাঁড়ালো।সঙ্গে ছিলেন অধ্যাপক বিপ্লব মন্ডল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ইছামতি রাধানগরের বাসিন্দা আবুল লতিফ আবীরদের বর্তমান ঠিকানাতে নিয়ে গেলে বাবা গনেশ রায় ও মা মুনমুন রায় সমস্ত রিপোর্ট দেখিয়ে বলেন আমরা খুব বিপদের মধ্যেই আছি।আমাদের ছেলেকে কেমোথেরাপি দিতে হচ্ছে।কিন্ত আরও উন্নত চিকিৎসার জন্য দিল্লী এইমসে না গিয়ে গেলে কি হবে ভাবতে পারছি না।টাকা পয়সার প্রয়োজনে ঝাপুসির নিজস্ব বাড়ি বিক্রি করে দিয়ে বাধ্য হয়েই শ্বশুর বাড়িতে থাকছেন গনেশ।কথা বলতে বলতেই চোখের কোনে জল নিয়ে গনেশ আর মুনমুন জানালো আমাদের এখন এই দুধের শিশুকে বাঁচানোর জন্য অনেক টাকার দরকার।আমাদের কিছুই নেই।রাজর্ষি মাস্টারমশাই যে পাঁচ হাজার টাকা  দিলেন তা আমাদের খুব কাজে লাগবে।এর আগে দু- একজন যে সাহায্য করেছিলেন তা দিয়েই আমাদের চলছে।কারো সাথে যোগাযোগ করেছিলেন এই প্রশ্নে আবীরের বাবা-মা বলেন আমাদের সাথে অর্পিতা ঘোষ ম্যাডামের সাথে কথা হয়েছে ।উনি দিল্লী এইমসে ব্যবস্থা করে দেবেন বলেছেন।আমাদের হাতে সময় একদমই নেই।আবীরের পাশে দাঁড়িয়ে রাজর্ষি গোস্বামী বলেন ওর কথা আমাকে প্রথম জানিয়েছিলেন দেবপ্রিয় সমাজদার।ওই ছোট্ট শিশুর পাশে মনের টানেই দাঁড়িয়েছি।আরও সবাই এগিয়ে এলে হয়তো ওকে বাঁচানো সম্ভব।এই মানবিক কাজে সঙ্গী বিপ্লব মন্ডল জানান-এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে রাজর্ষি যথার্থ কাজ করেছে।আমাদেরও সবার দাঁড়ানো উচিত।তিনি এই দুঃস্বময়ে আবিরের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আবেদন জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *